বিশ্ব জুড়ে বেড়ে চলা অসাম্য নিয়ে সতর্ক করছে সব মহল। বৈষম্যের সেই ছবি আরও স্পষ্ট করে অক্সফ্যামের রিপোর্ট জানাল, সারা পৃথিবীতে ধনকুবেরদের সম্পত্তি গত বছরে বেড়েছে তিন গুণ। ২ লক্ষ কোটি ডলার (প্রায় ১৭২ লক্ষ কোটি টাকা) বৃদ্ধি পেয়ে তা পৌঁছেছে ১৫ লক্ষ কোটি ডলার বা প্রায় ১২৯০ লক্ষ কোটি টাকায়। তবে তাঁদের সম্পদ বৃদ্ধির নিরিখে এটা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ সালে করোনার মধ্যে সম্পত্তি বেড়েছিল ৫.৮ লক্ষ কোটি ডলার (প্রায় ৪৯৮.৮ লক্ষকোটি টাকা)।
হিসাব বলছে, ২০২৪-এ বিশ্বে ২০৪ জন ব্যক্তি ধনকুবের হয়েছেন। এশিয়াতেই ৪১ জন। এখানে এই অতিধনীদের সম্পত্তি বেড়েছে ২৯,৯০০ কোটি ডলার। অক্সফ্যামের মতে, এক দশক পরে অন্তত পাঁচ জন ব্যক্তির হাতে ১ লক্ষ কোটি ডলার বা প্রায় ৮৬ লক্ষ কোটি টাকা থাকবে।
অক্সফ্যাম ইন্টারন্যাশনালের অন্যতম কর্তা অমিতাভ বেহারের বক্তব্য, বিশ্বে ধনকুবেরদের সম্পত্তি অতি দ্রুত বাড়ছে। কিন্তু এখন আরও বেশি মানুষ ক্ষুধা নিয়ে বেঁচে রয়েছেন। একে ঔপনিবেশিকতার সঙ্গেও তুলনা করেছেন তিনি। সঙ্গে তাঁর বার্তা, ভারতেও আসন্ন বাজেটে কর ব্যবস্থা ঢেলে সাজানো ও শিক্ষার মতো ক্ষেত্রে বেশি লগ্নি করা হোক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)