কেন্দ্র জিএসটি হার কমালেও তার পুরো সুবিধা ক্রেতারা বিভিন্ন পণ্যের দামে পাবেন কি না, তাই নিয়ে দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর কথা ঘোষণা করতে শুরু করল স্বল্পমেয়াদি ভোগ্যপণ্য সংস্থাগুলি। হিন্দুস্তান ইউনিলিভার বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে শ্যাম্পু, সাবান, পানীয়, জ্যাম-সহ নানা পণ্য সস্তা হওয়ার কথা। একই বার্তা দিয়েছে গোদরেজ কনজিউমার্স, ম্যারিকো, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের মতো সংস্থাও।
সংশ্লিষ্ট মহলের মতে, কেক, চানাচুর, চা, কফি, বিস্কুট থেকে তেল, সাবান, শ্যাম্পুর মতো সামগ্রীর চড়া খরচ মানুষকে বিপাকে ফেলেছিল। ঢিমে চাহিদার ধাক্কা লেগেছে সংস্থার লাভেও। এ বার দাম কমলে বিক্রি বাড়তে পারে। তবে প্রশ্ন উঠছে, জিএসটি কমার পুরো সুবিধা পাবেন তো ক্রেতা? ইউনিলিভার বিজ্ঞাপন দিয়ে পণ্যের দাম কমে কত হচ্ছে, তা জানাচ্ছে। সূত্রের দাবি, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এগুলি সময়ের আগেই বাজারে আনতে চাইছে তারা। গোদরেজ কনজিউমার্স প্রোডাক্টের বিপণন প্রধান কৃষ্ণ খাতওয়ানি বলেন, “জিএসটি সংস্কার পণ্যগুলির দাম কমাতে বড় ভূমিকা নেবে। বিক্রি কয়েক গুণ বাড়তে পারে।”
বিশেষজ্ঞদের মতে, ভোগ্যপণ্যে চাহিদা যে গতিতে কমছিল, তাতে জিএসটি না কমলে শিল্পের সমস্যা বাড়ত। তার ধাক্কা লাগত দেশের অর্থনীতিতে। সরকারের সামনেও তাই কর কমানো ছাড়া পথ ছিল না। তাঁদের মতে, দাম ৫%-৭% কমলে ব্যবহার বাড়তে পারে ৬%-৮%। এটা মাথায় রেখে সংস্থাগুলি কর কমার পুরো সুবিধা দিক ক্রেতাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)