বিশ্ব জুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ভারত সকলকে দিশা দেখাতে তৈরি, দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এর মঞ্চে জানালেন, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য সঙ্কট এবং জোগানশৃঙ্খলের ঘাটতির মধ্যেও ভারত স্থিতিশীলতা এবং উন্নতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সেই সূত্রেই দেশের মজবুত ভিতের কথা তুলে ধরে সম্মেলনে উপস্থিত দেশ-বিদেশের শিল্পকর্তাদের মূলত নৌ-বাণিজ্যে লগ্নির ডাক দিলেন তিনি। দাবি করলেন, “এটাই ভারতের জাহাজ ক্ষেত্রে লগ্নির আদর্শ সময়। এই ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে ভারত এত উন্নতি করেছে যে, বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় এগিয়ে রয়েছে।”
দেশকে এগিয়ে নিয়ে যেতে ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে বলেও এ দিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, জাহাজ তৈরি এবং ভাঙা— দুই শিল্পেই এ দেশের ব্যবসা গত ১১ বছরে কয়েক গুণ বেড়েছে। মোদীর দাবি, ভারতীয় জাহাজ ক্ষেত্র গত কয়েক বছরে চোখে পড়ার মতো উন্নতি করছে। ১০-১১ বছরে ভারতীয় নাবিকের সংখ্যা ১.২৫ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৩ লক্ষেরও বেশি। যা বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে ভারতকে তুলে নিয়ে গিয়েছে। এমনকি দেশের নৌ-বাণিজ্য প্রসারের লক্ষ্যে পুরনো আইনকে বদলে নতুন আইন আনা হয়েছে। যাতে সামগ্রিক ভাবে দেশ এই ক্ষেত্র উন্নতি করতে পারে। শুধু লগ্নি নয়, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতেও সরকার আলাদা ভাবে উদ্যোগী হয়েছে, জানান তিনি।
পাশাপশি, ভাদবান, কান্দলা ও ভিজিঞ্জাম বন্দরের কথা আলাদা করে উল্লেখ করে মোদী বলেছেন, ‘‘এই বন্দরগুলি নানা দিক থেকে ভারতের জাহাজ ও বন্দর ক্ষেত্রকে বিশ্বসেরা করবে। পণ্য পরিবহণ, পণ্য খালাস, পরিকাঠামো উন্নয়ন-সহ সব ক্ষেত্রেই ভারতীয় বন্দরগুলির উন্নতি চোখে পড়ার মতো। এই ধারা এগিয়ে নিয়ে যেতে সরকার কয়েক লক্ষ কোটি টাকা এই ক্ষেত্রগুলিতে লগ্নি করবে।’’ এ দিন প্রধানমন্ত্রী দেশে ২.২ লক্ষ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)