Advertisement
E-Paper

এ বার ইউপিআইতে মিলবে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সুবিধা! ২-৩ মাসে চালু হতে পারে পরিষেবা

বেসরকারি সংস্থার কর্মীদের এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফকে এ বার ইউপিআইয়ের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়ায় জোর দিয়েছে শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইপিএফও। এ ব্যাপারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে কথাবর্তা চলছে বলে সূত্র মারফৎ মিলেছে খবর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২
UPI

—প্রতীকী ছবি।

বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। এ বার ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন তাঁরা। ফলে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ডের লেনদেন যে আরও সহজ হবে, তা বলাই বাহুল্য। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটি চালু হতে পারে বলে সূত্র মারফৎ মিলেছে খবর।

বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের নিয়ন্ত্রক সংস্থা হল, এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, গ্রাহকরা যাতে ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের দাবি জানাতে পারেন, তার নীল নকশা তৈরি করা গিয়েছে। বিষয়টি চালু করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সঙ্গে আলোচনা চালাচ্ছে ইফিএফও কর্তৃপক্ষ। সেখান থেকে সবুজ সংকেত এলেই ইউপিআইতে শুরু হবে প্রভিডেন্ট ফান্ডের লেনদেন। কারণ, ডিজ়িটাল ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করে এনপিসিআই।

প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআইয়ের সংযুক্তিকরণকে আর্থিক বিশ্লেষকদের একাংশ ইপিএফওর সংস্কার কর্মসূচি বলে উল্লেখ করেছেন। এতে ৭৪ লক্ষ গ্রাহক উপকৃত হবেন। ডিজ়িটাল ওয়ালেটের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন তাঁরা।

গত কয়েক বছর ধরেই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ইপিএফওর ডিজ়িটাল সিস্টেমগুলি পুনর্গঠনে জোর দিয়েছে শ্রম মন্ত্রক। এই কাজে পূর্ণ সহযোগিতা করছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ ছাড়া বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও প্রকল্কটির সঙ্গে জুড়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআই পরিষেবা যুক্ত হলে ইপিএফওর ডিজ়িটাল প্রক্রিয়াকরণের একটি বৃত্ত সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

গত ছ’সাত মাসে বেসরকারী সংস্থার কর্মীদের স্বস্তি দিতে পেনশন পরিষেবা এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার আবেদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করেছে ইপিএফও। গ্রাহকদের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় বড় বদল আনা হয়েছে। শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা বলেছেন, ‘‘এই সংস্কারগুলি প্রভিডেন্ট ফান্ডের লক্ষ লক্ষ লগ্নিকারী এবং পেনশনভোগীদের উন্নত পরিষেবা পেতে সাহায্য করবে।’’ এই ধরনের প্রক্রিয়া অদূর ভবিষ্যতে চলবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

Provident Fund EPFO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy