রাজ্যে শিশুদের আধার পরিচয়পত্রে বায়োমেট্রিক তথ্য সংশোধন বা পরিবর্তন করতে তৈরি ডাক বিভাগ। এ কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল সার্কল’। সেখানে প্রস্তাব, ৫-১৭ বছর বয়সিদের আধারে বায়োমেট্রিক তথ্য সংশোধনের কাজে সহায়তা করতে চায় তারা। স্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ জন্য শিবির করা যেতে পারে। রাজ্যের উত্তর পেলে এ নিয়ে পদক্ষেপ করা হবে।
শুক্রবার সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘৫-১৭ বছর বয়সি শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আধার আপডেট করতে ডাক বিভাগ সম্পূর্ণ প্রস্তুত। এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং শিক্ষা সচিবকে চিঠিও দেওয়া হয়েছে। তাঁদের উত্তর পেলে ডাক বিভাগ পদক্ষেপ করবে।’’ তিনি জানান, প্রধানত রাজ্যের স্কুলে স্কুলে আধার নিয়ে শিবির করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এর পরিকাঠামো রয়েছে। উত্তর এলেই কাজ শুরু হবে।
৫-৭ বছর এবং ১৫-১৭ বছরের বয়সিদের বাধ্যতামূলক ভাবে আধারের বায়োমেট্রিক তথ্য সংশোধন করা যায় নিখরচাতেই। সম্প্রতি আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই জানান, ৭-১৫ বছর বয়সিদের ক্ষেত্রেও এ জন্য টাটা লাগবে না। নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। সুবিধা বহাল থাকবে এক বছর। ফলে এখন শিশুদের অর্থাৎ ৫-১৭ বছর পর্যন্ত বয়সের সকলের বায়োমেট্রিক তথ্য সংশোধন বা বদলেরপুরো প্রক্রিয়াই বিনামূল্যে করা যাবে।
অশোক জানান, মূলত ৫ ও ১৭ বছর বয়সে বেশি সংখ্যায় বায়োমেট্রিক তথ্য সংশোধন হয়। তাঁর দাবি, নানা কারণে সব ক্ষেত্রে শিশুদের নিয়ে আধার কেন্দ্রে যাওয়া সম্ভব হয় না বলে স্কুলে শিবির করার সিদ্ধান্ত হয়েছে। সকলের সুবিধার কথা মাথায় রেখে কিছু দিন আগে রাজ্যকে চিঠি পাঠিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজ্যের উত্তর মেলেনি। শিশুদের তথ্য সংশোধন নিয়ে অবশ্য রাজ্যের বিভিন্ন এলাকায় ডাক বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশেষ শিবির হয়েছে বলেও জানান তিনি।
নিয়ম অনুসারে, পাঁচ বছরের কম বয়সিদের আধার কার্ড করানো হয় শিশুর ছবি, নাম, জন্ম তারিখ, জন্মের শংসাপত্র, লিঙ্গ ও ঠিকানার ভিত্তিতে। অপরিণত বয়সের কারণে তখন শিশুর আঙুলের ছাপ বা চোখের মণি (আইরিস) নথিবদ্ধ করা হয় না। তবে আধার আইন অনুযায়ী বয়স পাঁচ বছর হলেই বায়োমেট্রিক হিসাবে সেগুলি নথিবদ্ধ করা বাধ্যতামূলক। একই ভাবে ১৫ হলে দ্বিতীয় বার আঙুলের ছাপ এবং আইরিস আপডেট করতে হয়। যাকে বলা হয় দ্বিতীয় এমবিইউ। এই সব পরিষেবাই স্কুলে স্কুলে শিবির করে পৌঁছে দিতে চাইছে ডাকবিভাগ।
নিয়ম
পাঁচ বছরের কম বয়সিদের আধার কার্ড করতে লাগে শিশুর ছবি, নাম, জন্ম তারিখ, জন্মের শংসাপত্র, লিঙ্গ এবং ঠিকানা।
বয়স পাঁচ ছুঁলেই শিশুর আঙুলের ছাপ বা চোখের মণি (আইরিস) নথিবদ্ধ করা বাধ্যতামূলক। একে বলে প্রথম বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট।
১৫ বছর হলে দ্বিতীয় বার আঙুলের ছাপ ও আইরিস সংশোধন করতে হয়।
এই সব পরিষেবাই স্কুলে স্কুলে শিবির করে পৌঁছে দিতে চাইছে ডাকবিভাগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)