Advertisement
০৬ মে ২০২৪

কোনও শিল্পকেই বিশেষ সুবিধা দেওয়ার বিপক্ষে রাজন

কোনও শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া মানে আদপে তাকে ‘মৃত্যু’র মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন রঘুরাম রাজন। তাই সরকারের তরফে যেমন ওই পদক্ষেপের বিরোধী তিনি, তেমনই সমর্থক নন শিল্পমহলের প্রায়ই জানানো ‘কিছু করুন’ আর্জির। যে কারণে টানা পড়তে থাকা রফতানি চাঙ্গা করতে টাকার দাম কমানোরও পক্ষপাতী নন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:১৭
Share: Save:

কোনও শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া মানে আদপে তাকে ‘মৃত্যু’র মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন রঘুরাম রাজন। তাই সরকারের তরফে যেমন ওই পদক্ষেপের বিরোধী তিনি, তেমনই সমর্থক নন শিল্পমহলের প্রায়ই জানানো ‘কিছু করুন’ আর্জির। যে কারণে টানা পড়তে থাকা রফতানি চাঙ্গা করতে টাকার দাম কমানোরও পক্ষপাতী নন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর।

স্পষ্টবাদী হিসেবে পরিচিত রাজন বৃহস্পতিবার লন্ডনে এক প্রবন্ধে লিখেছেন, ‘‘অনেকে জিজ্ঞেস করেন, কোন কোন শিল্পকে উৎসাহ দেওয়া উচিত? আমি বলি, তা করাই ওই শিল্পকে মেরে ফেলার নিশ্চিত প্রক্রিয়া। সরকারের কাজ শিল্পকে সহায়তা করা। তার দিশা ঠিক করা নয়।’’

রফতানির প্রসঙ্গ টেনে তাঁর যুক্তি, বিশ্ব অর্থনীতি টালমাটাল। রফতানি কমেছে বহু উন্নয়নশীল দেশের। ভারতও ব্যতিক্রম নয়। তাকে চাঙ্গা করতে শিল্প প্রায়ই সরকারের কাছে দাবি তোলে, কিছু করার। বিশেষত ডলারের সােপক্ষে টাকার দাম কমাতে সওয়াল করেন তাঁরা। অথচ ২০১৫-র শুরু থেকে এ পর্যন্ত টাকার দর প্রায় ৬% কমলেও রফতানি চাঙ্গা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raghunath Rajan Industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE