Advertisement
২০ এপ্রিল ২০২৪

পোষ্য পরিচর্যা সংস্থায় লগ্নি রতন টাটার

নেটে পোষ্যদের পরিচর্যা সংস্থা ‘ডগস্পট ডট ইন’-এ লগ্নি করলেন রতন টাটা। বেশ কিছু দিন ধরেই বিভিন্ন সম্ভাবনাময় কিংবা নতুন সংস্থায় (স্টার্ট আপ) সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তহবিল ঢালছেন তিনি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:২৮
Share: Save:

নেটে পোষ্যদের পরিচর্যা সংস্থা ‘ডগস্পট ডট ইন’-এ লগ্নি করলেন রতন টাটা। বেশ কিছু দিন ধরেই বিভিন্ন সম্ভাবনাময় কিংবা নতুন সংস্থায় (স্টার্ট আপ) সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তহবিল ঢালছেন তিনি। সেই তালিকায় এ বার যুক্ত হল ডগস্পট ডট ইন-এর নাম। তবে টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের লগ্নির অঙ্ক নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। রতন টাটা ছাড়াও পোর্টালটিতে টাকা ঢেলেছেন রনি স্ক্রুওয়ালাও, কে গণেশ-সহ অন্য অনেক লগ্নিকারী।

প্রসঙ্গত, ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে অবসর নেওয়ার পর গত কয়েক বছরে ওলা, স্ন্যাপডিল, পে-টিএম, কার-দেখো, আর্বান ল্যাডারের মতো মূলত ইন্টারনেটে পরিষেবা দেওয়া ২০টির কাছাকাছি স্টার্ট-আপ সংস্থায় বিনিয়োগ করেছেন রতন টাটা। যার মধ্যে রয়েছে তথ্য বিশ্লেষণ সংস্থা ইনফাইনাইট অ্যানালিটিক্স এবং হটমেল প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়ার হাতে তৈরি টেলিকম সংস্থা সবসে টেকনোলজিসও। তথ্যপ্রযুক্তি নির্ভর স্টার্ট-আপে টাটার এই লগ্নিকে যথেষ্ট তাৎপর্যমূলক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ডগস্পটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রানা আথেয়া বলেন, আগামী দিনে ব্যবসা ছড়িয়ে দিতে এই লগ্নি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন পণ্য আনা এবং পরিষেবা উন্নয়নের কাজে যা ব্যবহার করা হবে বলে তাঁর দাবি।

২০১৪ সালে সারা বিশ্বে পোষ্যদের পরিচর্যার বাজারের মাপ ছাড়িয়েছে ১০ হাজার কোটি ডলারের বেশি। যার মধ্যে শুধুমাত্র মার্কিন মুলুকেই রয়েছে ৫,৮০০ কোটি ডলারের বাজার। কিন্তু সেখানেই ৪০ লক্ষ কুকুর পোষা হলেও, ভারতে তার অঙ্ক মাত্র ১২২ কোটি। তবে সেই পরিসংখ্যানও বছরে ৩৫ শতাংশ হারে বাড়ছে। আর এখানেই ব্যবসার সম্ভাবনা দেখছেন আথেয়া। বিশেষত দিল্লি, গুড়গাঁও, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহরের হাত ধরে এ ক্ষেত্রে ভারত বিশ্বের দ্রুততম বাড়তে থাকা বাজার বলেও তাঁর দাবি। এই অবস্থায় ভাল পরিষেবা এবং পোষ্যদের নতুন পণ্য আনতে পারলে ভবিষ্যতে ব্যবসা ছড়ানো আরও সহজ হবে বলেই মনে করছেন আথেয়া। সে ক্ষেত্রে নিজেদের ব্র্যান্ড নামে পণ্য আনারও পরিকল্পনা রয়েছে ডগস্পটের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ratan tata pet care centre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE