অবশেষে মূলধনী বাজারের প্রত্যাশাকে বাস্তবায়িত করে সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার ঋণনীতি ফিরে দেখতে বসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাল ২৫ বেসিস পয়েন্ট। এর ফলে স্বল্প মেয়াদী খাতে বাণিজ্যিক ব্যঙ্কগুলিকে ঋণ দেওয়ার সময় রিজার্ভ ব্যাঙ্ক যে সুদ নেয় সেই রোপের রেট কমে দাঁড়াল ৬.৫০।
তবে রেপো রেট কমালেও ব্যাঙ্কগুলিকে আমানতের যে অংশ বাধ্যতামূলক ভাবে রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখতে হয়, সেই ক্যাস রিজার্ভ রেশিও (সিআরআর)-এর হার ৪ শতাংশেই অপরিবর্তিত রেখেছে শীর্ষ ব্যাঙ্ক।
রেপো রেট কমানোর ফলে এখন থেকে ব্যাঙ্কগুলি আগের থেকে আরও কম সুদে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে তহবিল সংগ্রের সুযোগ পাবে। রিজার্ভ রেপো রেট কমানোর পরে এ বার সকলেই যে দিকে তাকিয়ে আছে তা হল, রেপো রেট কমানোর হাত ধরে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও তাদের দেওয়া ঋণের উপর সুদের হার কমায় কি না, তার দিকেই।
ব্যাঙ্কগুলি সুদের হার কমালে বিশেষ করে গাড়ি, বাড়ি কেনা সব খুচরো ঋণে সুদের হার কমবে বলে আশা মূলধনী বাজার মহলের। তবে খুচরো ঋণের উপর সুদের হার কমানো হলেও দীর্ঘ মেয়াদি ঋণের ক্ষেত্রে কতটা তা কমবে, তা নিয়ে সংশয় রয়েছে মূলধনী বাজার মহলের। কারণ, রেপো রেটে স্বল্প মেয়দে আগের থেকে কম সুদে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তহবিল পাবে। কিন্তু দীর্ঘ মেয়াদে ঋণ দিতে হলে ব্যাঙ্কগুলিকে নির্ভর করতে হয় আমানত সগ্রহের উপর। তাই শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী ঋণে সুদের হার কমাতে হলে আমানেতর সুদের হারে কোপ পড়তে পারে আশঙ্কা মূলধনী বাজার বিশেষজ্ঞদের মধ্যে অনেকেরই।
এই নিয়ে গত এক বছরের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক ১৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে। কিন্তু তার সঙ্গে তাল রেখে ব্যাঙ্কগুলিকে সুদের হার কমাতে দেখা যায়নি বলে মূলধনী বাজার বিশেষজ্ঞদের অভিযোগ। তাঁদের মতে, গত এক বছরে ব্যাঙ্কগুলি হারে কিছুটা কমিয়েছে ঠিকই, কিন্তু সুযোগ ছিল তার থেকেও বেশি কমানোর।
তবে রিজার্ভ ব্যাঙ্কের এই ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোয় খুশি নয় শেয়ার বাজার। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কথা ঘোষণা করার পর থেকে দ্রুত ধস নামতে শুরু করে শেয়ার বাজারে। বেলা একটা নাগাদ প্রায় ৪০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টির পতন হয় ১২০ পয়েন্টের মতো। ওই সময়ে ডলারের সাপেক্ষে টাকার দামও পড়ে যায় প্রায় ২১ পয়সা।
তবে শেয়ার বাজার বিশেষজ্ঞদের মধ্যে অবশ্য অনেকেই মনে করছেন, ব্যাঙ্কগুলি সুদের হার কমানোর কথা ঘোষণা করতে থাকলে শেয়ার বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।
আরও পড়ুন-রাত ৮টার পরে ভরা হবে না এটিএম