Advertisement
০২ মে ২০২৪
UPI

ইউপিআই-এ নগদ জমা

ঋণনীতির পরে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, নগদ জমার মেশিন মানুষের সুবিধা বাড়িয়েছে। ঝক্কি কমিয়েছে ব্যাঙ্কের।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ০৬:১৬
Share: Save:

এক দিকে, ইউপিআই মারফত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমার সুবিধা। অন্য দিকে, সরকারি বন্ডে সাধারণ লগ্নিকারীদের টাকা খাটানোর সুবিধা দিতে অ্যাপ। শুক্রবার ঋণনীতিতে এমনই একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। দ্রুত জারি হবে বিজ্ঞপ্তি।

ঋণনীতির পরে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, নগদ জমার মেশিন মানুষের সুবিধা বাড়িয়েছে। ঝক্কি কমিয়েছে ব্যাঙ্কের। এখন ডেবিট কার্ডে মেশিন মারফত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন গ্রাহক। এ বার ইউপিআই প্রযুক্তি দিয়েই আরও সহজে সেটা সম্ভব হবে।

প্রিপেড কার্ডগুলিকে (ভাউচার বা গিফ্ট কার্ডের মতো) ইউপিআই-এ যুক্ত করা, এনবিএফসি-র মাধ্যমে ই-রুপি বা ডিজিটাল টাকায় ওয়ালেট পরিষেবা চালু, সরকারি বন্ডে আরও লগ্নি টানতে অ্যাপ আনার কথাও জানিয়েছে আরবিআই। সেই সঙ্গে বলেছে, গুজরাতের গিফ্ট সিটিতে সরকারের গ্রিন বন্ডে (পরিবেশ প্রকল্পগুলি মূলধন জোগাড়ে যে বন্ড ছাড়ে) লগ্নি ও লেনদেনে সায় দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE