Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Reliance

ডাউনলোডের স্পিডে জিও-ই সেরা, বলছে ট্রাই

বিভিন্ন টেলিকম অপারেটরের বিজ্ঞাপনে যাই দাবি করা হয়ে থাক না কেন, দেশের মধ্যে ফোর জি ডাউনলোড স্পিডে পয়লা নম্বরে রিলায়েন্স-এর জিও-ই। সম্প্রতি প্রকাশিত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর পেশ করা রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই।

ট্রাই-এর রিপোর্টে জয়জয়কার জিও-র।

ট্রাই-এর রিপোর্টে জয়জয়কার জিও-র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১১:৫২
Share: Save:

বিভিন্ন টেলিকম অপারেটরের বিজ্ঞাপনে যাই দাবি করা হয়ে থাক না কেন, দেশের মধ্যে ফোর-জি ডাউনলোড স্পিডে পয়লা নম্বরে রিলায়েন্স-এর জিও-ই। সম্প্রতি প্রকাশিত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর পেশ করা রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই।

ট্রাই-এর নভেম্বর মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, ফোর-জি ডাউনলোড স্পিডে বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছে মুকেশ অম্বানীর সংস্থা। নভেম্বর মাসে জিও নেটওয়ার্কের গড় গতিবেগ ছিল ২০.৩ এমবিপিএস। যেখানে এয়ারটেল-এর গড় গতিবেগ ছিল ৯.৭ এমবিপিএস এবং ভোডাফোনের গতিবেগ ছিল ৬.৮ এমবিপিএস।

যদিও দেখা যাচ্ছে যে, অক্টোবর মাসের থেকে থেকে ইন্টারনেটের গতিবেগ কমেছে জিওর। গত অক্টোবর মাসে রিলায়েন্স জিও-র ডাউনলোড স্পিড ছিল ২২.৩ এমবিপিএস।

আরও পড়ুন: কেব্‌লের দরে দুই মেরুতে ট্রাই এবং শিল্প

গ্রাহক কমলেও, আপলোডিং এর বিচারে সবার থেকে এগিয়ে আছে আইডিয়া নেটওয়ার্কই। নভেম্বরে আইডিয়ার গড় আপলোডিং স্পিড ছিল ৫.৬ এমবিপিএস, এমনটাই জানাচ্ছে ট্রাই।

আরও পড়ুন: টানা দৌড় টাকার, চাঙ্গা বাজারও

ইন্টারনেট ব্যবহার করে ইমেল চেক করা, ইন্টারনেট ব্রাউজিং করা অথবা ভিডিও দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডাউনলোড স্পিড। এদিকে ছবি ভিডিও অন্যান্য ফাইল 'অ্যাটাচ' করে পাঠানোর জন্য কাজে লাগে আপলোডিং স্পিড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE