Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Reliance

প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ২০ হাজার কোটি ডলারের ক্লাবে রিলায়্যান্স

সংস্থার শেয়ারের দাম ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়ার জেরেই রিল-এর এই উত্থান।

২০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের সংস্থার তালিকায় রিলায়্যান্স।

২০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের সংস্থার তালিকায় রিলায়্যান্স।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:০৯
Share: Save:

রিলায়্যন্সের স্বপ্নের দৌড় যেন থামছেই না। একের পর এক মাইলস্টোন পেরিয়ে যাচ্ছে মুকেশ অম্বানীর সংস্থা। বৃহস্পতিবারের নয়া সংযোজন, ২০ হাজার কোটি মার্কিন ডলারের ক্লাবে পদার্পণ। এই প্রথম ভারতীয় কোনও সংস্থার মূল্য ২০ হাজার কোটি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেল। এ দিন সংস্থার শেয়ারের দাম ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়ার জেরেই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিল)-এর এই উত্থান।

বৃহস্পতিবার মুম্বই শেয়ার বাজার বন্ধের সময় রিল-এর শেয়ারের দাম উঠেছে ২৩১৪.৬৫ টাকা। এ দিন শেয়ার দাম বেড়েছে ৭.১০ শতাংশ। দিনের শেষে সংস্থার মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৪ হাজার ৯০৮ কোটি টাকা। মার্কিন ডলারের হিসেবে যা ২১৫ বিলিয়নেরও বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এও মুকেশের সংস্থার শেয়ার দাম বেড়েছে প্রায় একই রকম।

করোনাভাইরাস এবং লকডাউনের মধ্যেও রিলের ব্যবসা বেড়েই চলেছে। গুগল, ফেসবুক, সিলভার লেকের মতো সংস্থা বিনিয়োগ করেছে মুকেশ অম্বানীর সংস্থায়। রিলায়্যান্সের জিও প্ল্যাটফর্মের পাশাপাশি রিলায়্যান্স রিটেলে বিনিয়োগ করেছে সিলভার লেক। বুধবারই রিল কর্ণধার জানান, রিলায়্যন্স রিটেলে ৭৫০০ কোটি টাকা ঢেলে রিলের ১.৭৫ শতাংশ শেয়ার কিনেছে সিলভার লেক। বৃহস্পতিবার এমন জল্পনা ছড়ায় যে, দু’হাজার কোটি টাকা মূল্যের শেয়ার অ্যামাজনকে বিক্রি করে দিতে পারে রিলায়্যন্স। সেই জল্পনাতেই লগ্নিকারীদের মধ্যে রিল-এর শেয়ার কেনার চাহিদা বাড়তে থাকায় দাম ঊর্ধ্বমুখী ছিল বৃহস্পতিবার দিনভর।

আরও পড়ুন: ভারতেও স্থগিত অক্সফোর্ডের টিকার ট্রায়াল, জানাল সিরাম ইনস্টিটিউট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance RIL Mukesh Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE