Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নেমেই চলেছে টাকা

পড়েই চলেছে টাকার দর। শুক্রবার সকালের দিকে আমদানিকারীদের চাহিদার জেরে ডলারের সাপেক্ষে টাকার দর পড়ে গিয়েছিল ৯ পয়সা। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৩৮ টাকায়। এর পর দুপুরে পতনের অঙ্ক দাঁড়ায় ৩০ পয়সারও বেশি। ভারতীয় মুদ্রাটির দাম নেমে আসে গত ২৮ মাসের মধ্যে সবচেয়ে নীচে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৫:৫৬
Share: Save:

পড়েই চলেছে টাকার দর। শুক্রবার সকালের দিকে আমদানিকারীদের চাহিদার জেরে ডলারের সাপেক্ষে টাকার দর পড়ে গিয়েছিল ৯ পয়সা। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৩৮ টাকায়। এর পর দুপুরে পতনের অঙ্ক দাঁড়ায় ৩০ পয়সারও বেশি। ভারতীয় মুদ্রাটির দাম নেমে আসে গত ২৮ মাসের মধ্যে সবচেয়ে নীচে।

টাকার পতনের দিকে নজর রাখা হচ্ছে বলে এ দিন আশ্বস্ত করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকার বিষয়টির দিকে নজর রাখছে। তবে এর ফলে চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতিতে প্রভাব পড়বে না বলেই মনে করছে মন্ত্রক। কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সচিব শশীকান্ত দাস টুইট করে বলেন, ঘাটতি ১-১.৩ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছেন তাঁরা।

শুধু টাকাই নয়, অন্যান্য মুদ্রার সাপেক্ষেও দাম বাড়ছে ডলারের। দাসের দাবি, চলতি খাতে লেনদেন ঘাটতিকে নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখার কারণে এখনই ভারতের অর্থনীতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বরং আগামী দিনে বিদেশ লগ্নি টানতে বেশ কিছু পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rupee dollar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE