Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কিছুটা স্বস্তি চার ব্যাঙ্কের

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের নিট অনুৎপাদক সম্পদ কমে হয়েছে ঋণের ৫.৪৩%। নিট মুনাফা ছুঁয়েছে ১,৫৮২ কোটি টাকা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ০৩:৫১
Share: Save:

একটু হলেও স্বস্তি ব্যাঙ্কিং শিল্পমহলে। শুক্রবার চার ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিক ফল দেখিয়েছে— স্টেট ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (বিওআই) অনুৎপাদক সম্পদ কিছুটা কমেছে। যা তাদের মাথাব্যথার প্রধান কারণ। নিট মুনাফা বেড়েছে এলাহাবাদ ব্যাঙ্কের। ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (বিওএম) লোকসান কমিয়েছে চোখে পড়ার মতো।
যদিও অনুৎপাদক সম্পদ বেড়েছে এই দুই ব্যাঙ্কের।

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের নিট অনুৎপাদক সম্পদ কমে হয়েছে ঋণের ৫.৪৩%। নিট মুনাফা ছুঁয়েছে ১,৫৮২ কোটি টাকা। যেখানে আগের বছর লোকসান হয় ৫৫৭ কোটি। বেঙ্গল সার্কেলের সিজিএম পার্থপ্রতিম সেনগুপ্তর অবশ্য দাবি, গত অর্থবর্ষে সহযোগী ব্যাঙ্কগুলি লোকসান করায় এই ক্ষতি চাপে। বিওআই-এর অনুৎপাদক সস্পদও কমে হয়েছে ঋণের ৬.৪৭%। নিট মুনাফা ৪১% বেড়ে হয়েছে ১৭৯.০৭ কোটি।

এলাহাবাদ ব্যাঙ্কের নিট মুনাফা ৭.৯০% বেড়ে ৭০.২০ কোটি হলেও, নিট অনুৎপাদক সম্পদ বেড়ে হয়েছে ৮.৮৪%। আর বিওএমের লোকসান ৩৩৭.১৫ কোটি থেকে নেমেছে ২৩.২৪ কোটিতে। নিট অনুৎপাদক সম্পদ ১২.৬৮%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE