Advertisement
২৪ এপ্রিল ২০২৪
SBI

কম সুদে গৃহঋণ দিতে চলেছে এসবিআই

বাড়ি কেনা এ বার আরও এক ধাপ সহজ হয়ে গেল। নিজেদের গ্রাহকদের জন্য গৃহঋণ ১৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমাতে চলেছে এসবিআই। এই হার চালু হবে চলতি মাস থেকেই।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১৮:৫০
Share: Save:

বাড়ি কেনা এ বার আরও এক ধাপ সহজ হয়ে গেল। নিজেদের গ্রাহকদের জন্য গৃহঋণ ১৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমাতে চলেছে এসবিআই। এই হার চালু হবে চলতি মাস থেকেই।

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এটা তাদের তরফে গ্রাহকদের জন্য ফেস্টিভাল গিফট‌। ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জানান, উৎসবের এই মরশুমে এসবিআইয়ের গ্রাহকদের কথা মাথায় রেখেই এই বিশেষ ছাড় আনা হয়েছে। গৃহঋণের সুদের হার কমিয়ে আনা হয়েছে ৯.১৫ শতাংশে। মহিলাদের ক্ষেত্রে তা ৯.১%। তবে বেশি দিনের জন্য এই সুবিধা দিচ্ছে না এসবিআই। শুধুমাত্র নভেম্বর এবং ডিসেম্বরের জন্যই হোমলোনের উপরে সুদের এই হার ধার্য থাকছে। যে সমস্ত গ্রাহকের আবেদন এই সময়ের মধ্যে অনুমোদন পাবে, কেবল তাঁরাই এই সুবিধা নিতে পারবেন। অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে তাঁরা ঋণের টাকাও পেয়ে যাবেন। শুধু তাই নয়, রেট কমানোর পাশাপাশি এই নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের থেকে প্রসেসিংয়ের জন্যও কোনও টাকা নেওয়া হবে না বলে জানিয়েছে এসবিআই।

এর আগে চলতি বছরের এপ্রিলেই এসবিআই গৃহঋণের সুদ কমিয়ে ৯.৪৫% এবং ৯.৪% (মহিলাদের জন্য) করেছিল। সে তুলনায় আইসিআইসিআই, এইচডিএফসি-র মতো অনেক ব্যাঙ্কের থেকেই পিছিয়ে ছিল এসবিআই। গ্রাহকদের জন্য এসবিআইয়ের এই ফেস্টিভাল গিফট এক ঝটকায় বেশ কয়েকটি ব্যাঙ্ককে পিছনে ফেলে দিল। বিগত ৬ বছরে এত কম সুদে গৃহঋণ পাওয়ার সুবিধা এসবিআই গ্রাহকেরা পাননি।

আরও পড়ুন: মাথা যদি হেঁট হয়, দায় নিতে হবে এই সর্বনেশে শিক্ষাকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Homeloan Interest rate SBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE