Advertisement
০৫ মে ২০২৪

স্টার্ট-আপে পুঁজি জোগাতে নিয়ম সরল সেবি-র

নতুন উদ্যোগের (স্টার্ট-আপ) হাতে বাড়তি তহবিল জোগানোর নিয়ম সরল করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। জানাল, ওই সব সংস্থার শেয়ার বা বন্ডে পুঁজি ঢালে যে-সব এঞ্জেল ফান্ড, তারা পাঁচ বছরের পুরনো স্টার্ট-আপেও লগ্নি করতে পারবে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০২:৫৯
Share: Save:

নতুন উদ্যোগের (স্টার্ট-আপ) হাতে বাড়তি তহবিল জোগানোর নিয়ম সরল করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। জানাল, ওই সব সংস্থার শেয়ার বা বন্ডে পুঁজি ঢালে যে-সব এঞ্জেল ফান্ড, তারা পাঁচ বছরের পুরনো স্টার্ট-আপেও লগ্নি করতে পারবে। এত দিন তা ছিল ৩ বছর। এঞ্জেল ফান্ডের লগ্নির ন্যূনতম মেয়াদও তিন থেকে কমিয়ে এক বছর করা হয়েছে। সর্বনিম্ন লগ্নিও ৫০ লক্ষ থেকে কমে হয়েছে ২৫ লক্ষ টাকা। এ বার একসঙ্গে ৪৯টির বদলে ২০০টি এঞ্জেল ফান্ডের পুঁজি কাজে লাগাতে পারবে তারা।

পাশাপাশি, ঋণপত্রের বাজারকে চাঙ্গা করতে বাজারে নথিভুক্ত নয়, এমন কর্পোরেট বন্ডে বিদেশি লগ্নির অনুমতিও দিয়েছে তারা। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি (এফপিআই) এতে ৩৫ হাজার কোটি টাকা পর্যন্ত ঢালতে পারবে।

ছোট লগ্নিকারীদের স্বার্থ রক্ষায়ও উদ্যোগী হয়েছে সেবি। বিভিন্ন নথিভুক্ত সংস্থা বা তাদের শীর্ষ কর্তারা এখন থেকে বেসরকারি ইকুইটি ফান্ডের সঙ্গে মুনাফা ভাগাভাগি সংক্রান্ত চুক্তি আলাদা ভাবে করতে পারবে না। যদি করতেই হয়, তবে সংস্থার পর্ষদ ও অন্যান্য শেয়ারহোল্ডারদের সায় লাগবে। গোপনে এই চুক্তি করার ঝোঁক ঠেকাতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, প্রাইভেট ইকুইটি ফান্ড বিভিন্ন নথিভুক্ত সংস্থার শেয়ারে লগ্নি করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SEBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE