ফেসবুক খুলে দেখতে পেলেন শেয়ার বাজারে লগ্নির একটি পেজ। কোনও এক ‘বিশেষজ্ঞ’ লগ্নির পরামর্শ দিচ্ছেন সেখানে। দাবি করছেন, তিন মাস আগে অমুক শেয়ারের দাম ছিল ১০ টাকা। সেই সময়ে তিনি তা কিনতে বলেছিলেন। এখন সেই দাম বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে। যাঁরা শেয়ারের খুঁটিনাটি নিয়মিত অনুসরণ করেন না, তাঁদের পক্ষে এই দাবির সত্যাসত্য বোঝা কঠিন। কিংবা ধরুন সকালে ওয়টস্যাপ খুলে দেখলেন কোনও একটি গ্রুপে যোগ দেওয়ার জন্য লিংক পাঠানো হয়েছে আপনাকে। ঢুকে দেখলেন সেখানে কোনও এক ব্যক্তি শেয়ার সংক্রান্ত পরামর্শ দিয়ে চলেছেন। কোনও কোনও লগ্নিকারী তাঁকে ধন্যবাদ দিচ্ছেন, তাঁর পরামর্শ মেনে উপকৃত হওয়ার জন্য।
আজ বাজার নিয়ন্ত্রক সেবি ফের এই ধরনের ফাঁদের ব্যাপারে সতর্ক করেছে সাধারণ লগ্নিকারীদের। জানিয়েছে, সমাজমাধ্যমে লগ্নি পরামর্শের নামে প্রতারণার জাল বিস্তার করে চলেছে এক শ্রেণির মানুষ। পা দিলেই কষ্টার্জিত অর্থ খোয়ানোর আশঙ্কা প্রবল। সাধারণত মিথ্যা পরামর্শ দিয়ে অনভিজ্ঞ লগ্নিকারীদের প্রলুদ্ধ করে তারা। তার পরে তাদের মাধ্যমে লগ্নি করতে উৎসাহিত করে। টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক দেয়। যেখান থেকে সেই টাকা লগ্নি হবে। পুরো ব্যাপারটাই চলে একটা আপাত পেশাদারি মোড়কে।
বাজার নিয়ন্ত্রকের পরামর্শ, শুধু তাদের নথিভুক্ত সংস্থাগুলির সঙ্গে শেয়ার লেনদেনের কাজ করুন। ব্যবহার করুন নিয়ন্ত্রকের নথিভুক্ত অ্যাপ। সেবি-র ওয়েবসাইটে গিয়ে খুঁজলেই শেয়ার লেনদেনের নথিভুক্ত মধ্যস্থতাকারী সংস্থাগুলির তালিকা পাওয়া যাবে। তার বাইরে কারও সঙ্গে লগ্নি করবেন না।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)