Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দৌড় জারি, ফের নজির সূচকের

গত এক মাসে ভারতের শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৮,৭০০ কোটি টাকা ঢেলেছে বলে সংবাদ সংস্থার খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ০২:১১
Share: Save:

সামান্য বাড়লেও, বুধবার ফের নতুন শিখরে পা রাখল সূচক। ২১.৬৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স এই প্রথম দাঁড়াল ৩৬,১৬১.৬৪ অঙ্কে। নিফ্‌টি ২.৩০ পয়েন্ট বেড়ে থিতু হল ১১,০৮৬-তে। আর এই নিয়ে টানা ছ’দিনের লেনদেনেই উত্থান অব্যাহত রইল বাজারে। ডলারে এ দিন টাকার দামও বেড়েছে ৯ পয়সা। দিনের শেষে এক ডলার হয়েছে ৬৩.৬৯ টাকা। বিশেষজ্ঞদের দাবি, এ দিন উঁচু বাজারে হাতের শেয়ার বেচে মুনাফা ঘরে তুলতেই বেশি উৎসাহী ছিলেন লগ্নিকারীরা। তাই সূচক দিনের শেষে ততটা মাথা তুলতে পারেনি।

গত এক মাসে ভারতের শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৮,৭০০ কোটি টাকা ঢেলেছে বলে সংবাদ সংস্থার খবর। বিশেষজ্ঞদের দাবি, তাই বাড়ছে টাকার দামও। কারণ, এই লগ্নির ক্ষেত্রে বিদেশ থেকে ডলার এনে এ দেশে টাকায় পরিণত করে শেয়ার কিনতে লাগায় তারা। ফলে বাজারে ডলারের জোগান বাড়ে। যার হাত ধরে মার্কিন মুদ্রার দাম কমে।চড়তে থাকে টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex Nifty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE