Advertisement
E-Paper

৩০ হাজারের গণ্ডি ছুঁয়ে নজির গড়ল সেনসেক্স

ফের একবার ৩০ হাজারের ঘর ছুঁল সেনসেক্স। বুধবার সকালে গত এক বছরে প্রথম এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি (৩০,০০৭.৪৮ পয়েন্ট) দেখা গেল সেনসেক্সের। এর আগে ২০১৫-র মার্চে সেনসেক্স উঠেছিল ৩০,০২৪ পয়েন্টে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১১:৫৯
৩০ হাজার ছুঁল সেনসেক্স

৩০ হাজার ছুঁল সেনসেক্স

ফের একবার ৩০ হাজারের ঘর ছুঁল সেনসেক্স। বুধবার সকালে গত এক বছরে প্রথম এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি (৩০,০০৭.৪৮ পয়েন্ট) দেখা গেল সেনসেক্সের। এর আগে ২০১৫-র মার্চে সেনসেক্স উঠেছিল ৩০,০২৪ পয়েন্টে। এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও (নিফটি) তার সর্বকালের সেরা উচ্চতায় (৯,২৬৪ পয়েন্ট) পৌঁছয়। তবে সেনসেক্স ৩০ হাজারের গণ্ডি ছুঁলেও তা ধরে রাখতে পারেনি। প্রফিট বুকিং শুরু হতেই কিছুটা নামে সেনসেক্স।

আরও পড়ুন- উল্কার গতি সূচকে, চিন্তা বিশেষজ্ঞদের

এক টানা বিদেশি শেয়ার বাজারগুলি চাঙ্গা থাকার কারণে মার্চ কোয়ার্টারে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ও সেনসেক্স বৃদ্ধির অন্যতম কারণ। তাঁরা মনে করছেন, উত্তরপ্রদেশের জয় কেন্দ্রের বিজেপি সরকারকে অক্সিজেন জুগিয়েছে। এতে নানা ক্ষেত্রে আর্থিক সংস্কার হওয়ার সম্ভবনা বেড়েছে। বিনিয়োগে ভরসা পাচ্ছেন বিদেশি শিল্পপতিরা।

শুধুমাত্র মার্চেই ভারতীয় বাজার থেকে প্রায় আটশো কোটি ডলারের শেয়ার এবং বন্ড কিনেছে বিদেশি সংস্থাগুলি। ২০০২-র পর এটিই এক মাসে সবচেয়ে বড় বিনিয়োগ বলে দাবি বিশেষজ্ঞদের।

Sensex Bombay Stock Exchange Indian Stock Market Nifty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy