—প্রতীকী ছবি।
পর পর দু’দিন চড়েছিল শেয়ার সূচক। ফলে দীপাবলিতে বাড়তি লাভের স্বপ্ন দেখছিলেন লগ্নিকারীরা। অক্টোবরের শেষ দিনে ভাঙল সেই স্বপ্ন। ফের নিম্নমুখী হয়েছে স্টক বাজার। ফলে কালীপুজোর আগের দিনে রীতিমতো হতাশ বিনিয়োগকারীরা।
বুধবার, ৩০ অক্টোবর বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক নেমে যায় ৪২৬.৮৫ পয়েন্ট। এ দিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গিয়েছে ৭৯,৯৪২.১৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। এতে ০.৫৩ শতাংশ পতন দেখা গিয়েছে। বিএসই খোলার সময়ে ৮০,২৩৭.৮৫ পয়েন্টে দাঁড়িয়ে ছিল এই শেয়ার সূচক। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৩৫.৬১ পয়েন্টে উঠেছিল সেনসেক্স।
অন্য দিকে, এ দিন ১২৬ পয়েন্টে কমেছে নিফটি। যা প্রায় ০.৫১ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) শেয়ার সূচক দিনশেষে ২৪,৩৪০.৮০ পয়েন্টে নেমে গিয়েছে। বাজার খোলার সময়ে ২৪,৩৭১.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৪৯৮.২০ পয়েন্টে পৌঁছেছিল এই শেয়ার সূচক।
বুধবার, ২ হাজার ৭৮৭টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ৯৭৮টি শেয়ারের। ৭৯টি স্টকের দামে কোনও পরিবর্তন হয়নি। বিএসইতে মাঝারি পুঁজির সংস্থাগুলির খুব একটা উত্থান-পতন দেখা যায়নি। দেড় শতাংশ বেড়েছে ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের দাম।
ক্যাটাগরির নিরিখে দেখতে গেলে ভোগ্যপণ্য, ক্যাপিটাল গুডস্ এবং মিডিয়ার শেয়ার ০.৫ থেকে দুই শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়েছে। আর এক শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে ব্যাঙ্ক এবং ফার্মা সংস্থাগুলির স্টকে।
এ দিন নিফটিতে সর্বাধিক লোকসান হয়েছে সিপলা, শ্রীরাম ফিন্যান্স, এইচডিএফসি লাইফ, ট্রেন্ট এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। আর ভূত চতুর্দশীতে লাভের মুখ দেখেছে আদানি এন্টারপ্রাইজ়, টাটা কনজ়িউমার, হিরো মোটোকর্প, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ় এবং মারুতি সুজ়ুকির স্টক।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy