Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪

তিন মাস বাদে ৩৫ হাজারে

ব্যাঙ্ক ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের চাহিদার জেরে ফের বাড়ল বাজার। সোমবার সেনসেক্স ১৯১ পয়েন্ট বেড়ে ফের ছাড়াল ৩৫ হাজারের গণ্ডি। দিনের শেষে থামল ৩৫,১৬০.৩৬ অঙ্কে। যা গত তিন মাসে সর্বোচ্চ। এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ৪৭.০৫ পয়েন্ট বেড়ে শেষ হয় ১০,৭৩৯.৩৫ অঙ্কে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১৯:৫৪
Share: Save:

ব্যাঙ্ক ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের চাহিদার জেরে ফের বাড়ল বাজার। সোমবার সেনসেক্স ১৯১ পয়েন্ট বেড়ে ফের ছাড়াল ৩৫ হাজারের গণ্ডি। দিনের শেষে থামল ৩৫,১৬০.৩৬ অঙ্কে। যা গত তিন মাসে সর্বোচ্চ। এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ৪৭.০৫ পয়েন্ট বেড়ে শেষ হয় ১০,৭৩৯.৩৫ অঙ্কে।

শুক্রবার বিদেশ থেকে ভারতীয় সংস্থাগুলির ঋণ নেওয়ার পথ আরও সরল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যা এ দিন শেয়ার কিনতে উৎসাহী করে তুলেছিল লগ্নিকারীদের। আর তাতে ইন্ধন জুগিয়েছে আরও বেশ কয়েকটি বিষয়, সেগুলির মধ্যে রয়েছে—

• গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক এবং পুরো বছরে সংস্থাগুলির ফলাফল মোটের উপর ভাল হওয়া। আগামী কয়েক দিনে আরও কিছু সংস্থার ভাল ফল প্রকাশের আশা।

• মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকা।

• ভাল বর্ষার পূর্বাভাস এবং রেকর্ড শস্য উৎপাদনের আশা।

• ভোগ্যপণ্য-সহ বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি।

• ইউরোপ এবং এশিয়া-সহ বিশ্ব বাজারের মুখ উপরের দিকে থাকা।

এর আগে শুক্রবার অল্প সময়ের জন্য হলেও, ফের ৩৫ হাজার ছুঁয়েছিল সেনসেক্স। পরে থামে ৩৪,৯৭০ অঙ্কে। নিফ্‌টিও ছিল ১০,৭০০ ছুঁইছুঁই। এ দিন সেখান থেকেই দৌড় শুরু করে বাজার। তবে ভাল আর্থিক ফল প্রকাশ করলেও, কৃষ্ণা গোদাবরী অববাহিকায় কিছু তেল ও গ্যাস ক্ষেত্র বন্ধ করার সিদ্ধান্তের জেরে সোমবার উল্লেখযোগ্য হারে পড়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর।

অন্য বিষয়গুলি:

Sensex Share market Nifty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy