গৃহস্থালির সাধারণ গ্রাহক এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য কেব্ল টিভি দেখার ক্ষেত্রে পৃথক মাসুলের পক্ষে সওয়াল করল পরিবেশকদের সংগঠন ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন (আইবিডিএফ)। তাদের দাবি, ডিজিটাল যুগে এই ব্যবসা চাপের মধ্যে রয়েছে। মাসুল পৃথক না করলে ব্যবসা চালানো মুশকিল। নিয়ন্ত্রক ট্রাইয়ের বক্তব্য, এ ব্যাপারে সমস্ত পক্ষের সঙ্গে কথা হচ্ছে। সেই প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার আইবিডিএফ জানিয়েছে, ২০১৫ সালের আগে সাধারণ ও বাণিজ্যিক গ্রাহকদের মাসুল আলাদাই ছিল। পরে ট্রাই তা তুলে দেওয়ায় মাসুল কাঠামো অভিন্ন হয়ে যায়। সংগঠনটির বক্তব্য, ডিজিটাল যুগে যে ভাবে গ্রাহক সংখ্যা কমছে, তাতে মাসুল আলাদা না করলে সমস্যা বাড়তে থাকবে। সাধারণ ও বাণিজ্যিক গ্রাহকের ক্ষেত্রে মাসুলের কাঠামো যদি একই থাকে, তবে তা কোনও পক্ষের জন্যই ইতিবাচক হতে পারে না। অন্যান্য সমস্ত বাণিজ্যিক ক্ষেত্রেই গৃহস্থ এবং বাণিজ্যিক গ্রাহকের খরচ আলাদা হয়। পরিবেশকদের সংগঠনটির প্রশ্ন, তা হলে কেব্ল কেন এর বাইরে থাকবে?
সংগঠনটির দাবি, গত তিন বছরে তিন কোটির বেশি গ্রাহক কেব্ল টিভি ছেড়েছেন। এখন দেশে মোট কেব্ল গ্রাহক কমবেশি ন’কোটি। ফলে ক্ষেত্রটি কিছুটা সমস্যার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে মাসুল পৃথক করলেই ব্যবসা চালানো সম্ভব। ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত শোনা হচ্ছে। এর পরে পরিবেশকদের বক্তব্যও জানতে চাওয়া হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা হয়ে গেলে নেওয়াহবে সিদ্ধান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)