Advertisement
E-Paper

Share Market: মূল্যবৃদ্ধিতে রাশ টানতে আরও বাড়বে সুদ, আশঙ্কায় দু’দিনে সূচক পড়ল দেড় হাজার পয়েন্ট

বিশ্ব জুড়ে পড়ছে শেয়ার বাজার। শুক্রবার ৬৫২ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল ভারতের সূচক সেনসেক্স। সোমবার নামল আরও প্রায় ৮৭২।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ০৬:২০
মাত্র দু’দিনে ১৫২৪ পয়েন্টের পতন কেড়ে নিয়েছে লগ্নিকারীদের ৬.৫৭ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার সম্পদ।

মাত্র দু’দিনে ১৫২৪ পয়েন্টের পতন কেড়ে নিয়েছে লগ্নিকারীদের ৬.৫৭ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার সম্পদ। ফাইল ছবি

আগ্রাসী ভাবে সুদ বাড়িয়েও মূল্যবৃদ্ধিতে তেমন রাশ টানা যায়নি। তাই সেপ্টেম্বরেও চড়া হারে সুদ বাড়ানো হতে পারে— গত সপ্তাহে প্রকাশ্যে আসা আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের এই ইঙ্গিতই আশঙ্কা উস্কে দিয়েছে। বিশ্ব জুড়ে পড়ছে শেয়ার বাজার। শুক্রবার ৬৫২ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল ভারতের সূচক সেনসেক্স। সোমবার নামল আরও প্রায় ৮৭২। থামল ৫৮,৭৭৩.৮৭ অঙ্কে। মাত্র দু’দিনে ১৫২৪ পয়েন্টের পতন কেড়ে নিয়েছে লগ্নিকারীদের ৬.৫৭ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার সম্পদ। নিফ্‌টি নেমেছে ১৭,৪৯০.৭০-তে।

অথচ জুন থেকে সেনসেক্স উঠেছে প্রায় ১৭%। গত বৃহস্পতিবার পৌঁছেছিল ৬০,২৯৮ অঙ্কে। সর্বোচ্চ শিখরের (৬১,৭৬৬) ১৪৬৮ পয়েন্ট নীচে। দু’মাসে উত্থান প্রায় ৮৯৩৮। বাজার বিশেষজ্ঞদের দাবি, লগ্নিকারীদের আশা ছিল এ বার সুদ বৃদ্ধির গতি কমবে। কিন্তু ফেডের গত বৈঠকের কার্যবিবরণীতে চড়া দাম নিয়ে দুশ্চিন্তা পরিষ্কার। সদস্যদের অনেকে সেপ্টেম্বরের বৈঠকেও ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধির পক্ষপাতী। যা উস্কে দিয়েছে আর্থিক বৃদ্ধির আরও ধাক্কা খাওয়ার আশঙ্কা। চিনে দ্বিতীয় ত্রৈমাসিকে আড়াই বছরে সব চেয়ে শ্লথ হয়েছে বৃদ্ধি। ফলে ভারত-সহ বেশিরভাগ দেশেই লগ্নিকারীরা সতর্ক। একাংশ শেয়ার বেচে মুনাফা তুলছেন।

দেকো সিকিউরিটিজের ডিরেক্টর আশিস দে বলেন, আন্তর্জাতিক নানা কারণেই নামছে সূচক। শুক্রবার আমেরিকায় ৭০টি দেশের ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার কর্তাদের বৈঠক হবে। আগামী দিনে সুদের হার, মূল্যবৃদ্ধি-সহ বিশ্ব অর্থনীতির নানা বিষয়ে পরিস্থিতির আভাস মিলবে সেখানে। বিশেষজ্ঞদের ধারণা, বৈঠকে অনেকেই সুদ বৃদ্ধির পক্ষে সওয়াল করবেন। বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন বহু লগ্নিকারী তাই তুলনায় সুরক্ষিত ডলারে পুঁজি সরাচ্ছেন।

কেসিজিপি শেয়ার ব্রোকিংয়ের ডিরেক্টর সূরজ ঝুনঝুনওয়ালার যদিও দাবি, এই পতন শেয়ারের দামে সংশোধন। কারণ, সেনসেক্স আড়াইমাসে এতটা লাফিয়েছে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল বলেন, বৃহস্পতিবার আগাম লেনদেনে শেয়ার হস্তান্তরের দিন। আগে কেনা শেয়ারের দাম ওই দিন মেটাতে অর্থের সংস্থান করতে অনেক লগ্নিকারীই শেয়ার বেচছেন। সেই কারণেও নামছে সূচক।

Sensex Nifty Stock Market
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy