দেশের রাজধানীতে বিস্ফোরণের পরদিন ভারতীয় শেয়ার বাজার কোন পথে পা রাখবে? এই প্রশ্নে লগ্নিকারীদের মধ্যে চাপা উদ্বেগ ছিলই। মঙ্গলবার লেনদেনের শুরুতে সূচক পড়তেও শুরু করে। কিন্তু দিনের মধ্যবর্তী সময় থেকে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়াল বাজার। দৌড় শেষ করল আগের দিনের চেয়ে উঁচুতে। সংশ্লিষ্ট সূত্রের ব্যাখ্যা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করবেন তাঁরা। এই বার্তাই বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
এ দিন সকালে একটা সময় সেনসেক্স ৪১১.৩২ পয়েন্ট পড়ে গিয়েছিল। নিফ্টি নেমেছিল ১২৫.১। শেষ পর্যন্ত দিনের শেষে বিএসই-র সূচক ৩৩৫.৯৭ উঠে ৮৩,৮৭১.৩২ অঙ্কে পৌঁছয়। নিফ্টি ১২০.৬০ পয়েন্ট উঠে হয়েছে ২৫,৬৯৪.৯৫।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘সকালে সূচক পড়ছিল দিল্লি বিস্ফোরণের অভিঘাতে। তার পর ট্রাম্পের বার্তায় তা ঘুরে দাঁড়ায়। সেই সঙ্গে আমেরিকার প্রশাসনে দীর্ঘ অচলাবস্থা (শাটডাউন) শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তারও ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব ও ভারতের বাজারে।’’ তবে তাঁর সতর্কবার্তা, শুল্ক সমস্যা যদিও মেটেও, ভূ-রাজনৈতিক সমস্যা বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেবে। সেখানে কোনও দোলাচল তৈরি হলে তার বিরূপ প্রভাব বাজারে পড়তে পারে। আগামী দিনে বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফলের দিকেও নজর রাখতে হবে লগ্নিকারীদের।
বাজার বিশেষজ্ঞ কমল পারেখের কথায়, ‘‘বাজার স্বাভাবিকের চেয়ে উঁচুতে রয়েছে। সূচককে মাথা তুলে রাখতে সাহায্য করছে দেশীয় লগ্নিকারী সংস্থাগুলি। ফলে সংশোধন অসম্ভব নয়।’’ অপর বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল জানাচ্ছেন, সংস্থাগুলির ভাল ফলও সূচকের উত্থানের কারণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)