Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ফের মুনাফা স্পাইসজেটের

টানা দু’টি ত্রৈমাসিকে মুনাফার মুখ দেখল স্পাইসজেট। প্রতিষ্ঠাতা অজয় সিংহ জানুয়ারিতে সংস্থায় ফেরার পর তাঁর হাত ধরেই পুরোদস্তুর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল কিছু দিন আগে আর্থিক সমস্যায় জর্জরিত দেশের সস্তার এই বিমান পরিষেবা সংস্থা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ০৩:০০
Share: Save:

টানা দু’টি ত্রৈমাসিকে মুনাফার মুখ দেখল স্পাইসজেট। প্রতিষ্ঠাতা অজয় সিংহ জানুয়ারিতে সংস্থায় ফেরার পর তাঁর হাত ধরেই পুরোদস্তুর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল কিছু দিন আগে আর্থিক সমস্যায় জর্জরিত দেশের সস্তার এই বিমান পরিষেবা সংস্থা।

মঙ্গলবার কলকাতা থেকে গুয়াহাটি ও আগরতলা-সহ দেশের বিভিন্ন ঘরোয়া রুটের এক পিঠের উড়ানে ভাড়ায় ছাড় দেওয়ার কথাও জানিয়েছে তারা। ‘মনসুন সেল’ প্রকল্পে অনলাইনে, অ্যাপ, ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল পোর্টালের মাধ্যমে ৯৯৯ টাকায় কাটা যাবে এই টিকিট (কর বাদে)। কাটতে হবে ৩০ জুলাইয়ের মধ্যে। যাত্রা করা যাবে ৪ অগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। অন্যান্য রুটেও ছাড় দিচ্ছে সংস্থা। যা কাটতে হবে ১,০৯৯, ১,২৯৯, ১,৩৯৯ টাকা দিয়ে।

স্পাইসজেট জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে (এপ্রিল-জুন) সংস্থার মুনাফা হয়েছে ৭১.৮ কোটি টাকা। গত বছর একই সময়ে তাদের নিট লোকসান ছিল ১২৪.১ কোটি। মূলত খরচ কমিয়ে ও যাত্রী বাড়িয়েই মুনাফা সম্ভব হয়েছে বলে দাবি স্পাইসের। তবে বিমান সংখ্যা কমে যাওয়ায় প্রত্যাশা মতো আয় হাতে আসেনি। এই সময়ে তা ৩৪% কমে দাঁড়িয়েছে ১,১০৬.৩ কোটি টাকা। এ ছাড়া, নতুন বিমান লিজ নিয়েছে সংস্থা, যার প্রভাবও পড়েছে আয়ে। এর আগে টানা সাতটি ত্রৈমাসিকে লোকসান করার পরে, গত অর্থবর্ষের শেষ (জানুয়ারি-মার্চ) ত্রৈমাসিকে ২২ কোটি টাকার বেশি মুনাফার কথা জানিয়েছিল স্পাইসজেট।

ঘুরে দাঁড়ানোর পালা শুরু হয়েছে বলে তখনই মন্তব্য করেছিলেন স্পাইস কর্ণধার অজয় সিংহ। মঙ্গলবারও তাঁর দাবি, ‘‘গত দুই ত্রৈমাসিকে যে-ভাবে মুনাফা হয়েছে, তাতে সংস্থা যে-ঠিক পথে এগোচ্ছে তাতে সন্দেহ নেই।’’ তবে এখনও অনেক পথ চলা বাকি বলেও সতর্ক করেন সিংহ। সিওও সঞ্জীব কপূরের দাবি, সিএমডি হিসেবে সিংহ ফের দায়িত্ব নেওয়ার পর লগ্নিকারীদের আস্থা অনেকটাই বেড়েছে।

ক্রমাগত লোকসানে গত বছর প্রায় বন্ধের মুখে পড়ে স্পাইস। শেষে কলানিধি মারান ও কল এয়ার তাদের পুরো ৫৩.৪৮% অংশীদারিই প্রতিষ্ঠাতা সিংহকে দিতে রাজি হওয়ায় ফের সংস্থায় ফেরেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

spice jet spice jet profit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE