দক্ষিণ কোরিয়ার সোলে প্রথম শাখা খুলল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশা, ভারত ও কোরিয়ার সংস্থাগুলির মধ্যে আর্থিক সহযোগিতা মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই শাখা। সংশ্লিষ্ট সূত্রের খবর, গত ২০০৯ সালে দু’দেশের মধ্যে আর্থিক সহযোগিতা চুক্তি (কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট) সই হওয়ার পর থেকে চোখে পড়ার মতো বেড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য। তার সুবিধা নিয়ে ব্যবসা বাড়াতেই এ বার সোলে নিজেদের ব্যাঙ্কিং পরিষেবা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক।