Advertisement
E-Paper

তিন জেলা শহরে উড়ানের তোড়জোড়

রাজ্যের তিন জেলা শহর থেকে বিমান পরিষেবা চালু করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য। বালুরঘাট, মালদহ, পুরুলিয়া— এই তিন শহরের সঙ্গে আকাশপথে জুড়বে কলকাতা। নবান্ন সূত্রে খবর, সেই কাজে ব্যবহৃত হবে বেহালা বিমানবন্দর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৫:০৫
প্রস্তুতি: চলছে রানওয়ে নজরদারির কাজ। বালুরঘাটে। নিজস্ব চিত্র

প্রস্তুতি: চলছে রানওয়ে নজরদারির কাজ। বালুরঘাটে। নিজস্ব চিত্র

রাজ্যের তিন জেলা শহর থেকে বিমান পরিষেবা চালু করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য। বালুরঘাট, মালদহ, পুরুলিয়া— এই তিন শহরের সঙ্গে আকাশপথে জুড়বে কলকাতা। নবান্ন সূত্রে খবর, সেই কাজে ব্যবহৃত হবে বেহালা বিমানবন্দর।

বালুরঘাটে বিমানবন্দর তৈরি প্রায় শেষ। ২০-২৫ জন বসার মতো টার্মিনাল বিল্ডিং, রানওয়ে, বিমান দাঁড় করানোর পার্কিং বে, গাড়ি রাখার জায়গা হয়ে গিয়েছে। মালদহে চলছে রানওয়ে গড়ার কাজ। আর পুরুলিয়ার ছররায় প্রাথমিক পরিদর্শন হয়েছে। পাঁচিল শেষ করায় হাত দেওয়া হয়েছে বেহালাতেও। নবান্ন সূত্রে খবর, ৯ বা ১৮ আসনের বিমান চলবে। পরিষেবা দিতে আগ্রহী, এমন সংস্থার সঙ্গে কথা চলছে। প্রকল্পটিতে ভর্তুকি দেবে রাজ্য।

বেহালা ও তিন জেলা শহরে নিয়মিত বিমান চালাতে কী পরিষেবা দরকার, তা দেখছেন অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ বেঙ্গল এরোট্রোপলিস। জানা গিয়েছে, সেখানে আপাতত আধুনিক যন্ত্র বসবে না। পাঁচ কিলোমিটার উপর থেকে রানওয়ে দেখতে পেলে, তবেই বিমান নামবে। ওঠানামা নিয়ন্ত্রিত হবে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে। ফলে ওই চার বিমানবন্দরে এটিসি-র পরিকাঠামো লাগবে না।

ছোট শহর থেকে পরিষেবা চালু করতে আঞ্চলিক উড়ান প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু পশ্চিম, উত্তর, দক্ষিণ ভারত থেকে তা শুরু হলেও, পূর্ব পিছিয়ে। রাজ্যে অন্ডাল, বার্নপুর, কোচবিহার, বাগডোগরা, ওডিশার রউরকেলা বা ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে উড়ান চালুর কথা ছিল ডেকানের। কিন্তু তা হয়নি। রাজ্যের উদ্যোগ সফল হলে সুবিধা পাবেন নানা প্রান্তের মানুষ।

Air Service State Government Nabanna Malda Balurghat Purulia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy