Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Supreme Court

দ্রুত সুদে সুরাহা দিতে নির্দেশ কেন্দ্রকে

মোরাটোরিয়ামের সময়ে ২ কোটি টাকা পর্যন্ত ঋণে সুদের উপরে সুদ গুনতে হবে না।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৪:৫৭
Share: Save:

ঋণগ্রহীতাদের সুদের উপর সুদে সুরাহা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রকে দ্রুত কার্যকর করতে বলল সুপ্রিম কোর্ট। ঋণের কিস্তি স্থগিত (মোরাটোরিয়াম) সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছিল, মোরাটোরিয়ামের সময়ে ২ কোটি টাকা পর্যন্ত ঋণে সুদের উপরে সুদ গুনতে হবে না। ওই বোঝা ঘাড়ে নেবে সরকার। বুধবার সুপ্রিম কোর্টের বক্তব্য, কেন্দ্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি কেন? সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, প্রথমে ব্যাঙ্কগুলি সুদের উপর সুদে ছাড় দেবে। তার পরে সেই টাকা মেটাবে কেন্দ্র। জটিল হিসেব। তা করতে সময় লাগবে। তাই ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক।

সুপ্রিম কোর্টের অবশ্য বক্তব্য, মানুষ কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছেন। এ বার দেওয়ালি তাঁদের কেমন কাটবে, তা নির্ভর করছে সরকারের উপরে। ফলে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হোক। কেন্দ্রের আশ্বাস, হলফনামায় যা বলা হয়েছে, সরকার তা পালন করবেই। ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। আর দেওয়ালি ১৪ নভেম্বর।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

কেন্দ্র হলফনামা দিলেও সুদের উপরে সুদে ছাড় নিয়ে নির্দেশ জারি হয়নি

মানুষের কাছে সুবিধা পৌঁছচ্ছে কি না, তা দেখা হচ্ছে কি?

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করুক কেন্দ্র

সরকার ও ব্যাঙ্ক শিল্পের বক্তব্য

কেন্দ্রের সিদ্ধান্ত কার্যকর করবে ব্যাঙ্ক

তার পরে কেন্দ্র তাদের ক্ষতি পূরণ করবে

ক্ষতিপূরণ হিসেবের পদ্ধতি আলাদা, তাই সময় লাগবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court New Delhi rate of interest Loan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE