Advertisement
E-Paper

পতঞ্জলির সিমে ৫ লক্ষ টাকার বিমা!

তবে, কম বেশি যে যা-ই দিক, দুর্ঘটনা ও চিকিৎসা বিমার সুযোগ কিন্তু এখনও পর্যন্ত কোনও সংস্থাই দিচ্ছে না। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ১৫:৫৮

নিজেদের সিম কার্ড বাজারে এনেছেন যোগগুরু বাবা রামদেব। পতঞ্জলির ‘স্বদেশি সমৃদ্ধি’— এই নতুন সিম কার্ড আপাতত তাদের সংস্থার কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কিন্তু শীঘ্রই তা আমজনতার নাগালে চলে আসবে। প্রাথমিক ভাবে পতঞ্জলির তরফে জানানো হয়েছে, ১৪৪ টাকা দিয়ে রিচার্জ করলে ২৮ দিনের জন্য সারা দেশে আনলিমিটেড কল করা যাবে৷ পাওয়া যাবে ২ জিবি ডেটা প্যাক। থাকছে ১০০টি এসএমএস-এর সুবিধাও৷ আর সবচেয়ে বড় চমক হল— এই সিম কার্ডের সঙ্গে দেওয়া হবে দুর্ঘটনা ও চিকিৎসা বিমা। সংস্থাটি দাবি করেছে, জীবনবিমা হিসেবে ৫ লক্ষ টাকা এবং চিকিৎসা বিমা খাতে আড়াই লক্ষ টাকা কভারেজেরও সুবিধা থাকছে৷

পতঞ্জলির দাবি, বাজার চলতি ভোডাফোন, এয়ারটেল বা জিয়ো-র তুলনায় তারা অনেক কম দামে পরিষেবা দেবে। যেমন, এখন ১৯৮ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য ভোডাফোন দিচ্ছে ১.৪ জিবি ডেটা, ১০০টি এসএমএস, আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।

অন্য দিকে, ২৮ দিনের জন্য এয়ারটেল ১৬৯ টাকার রিচার্জে দিচ্ছে ১জিবি ডেটা এবং সারা দেশে আনলিমিটেড কলের সুবিধা। এই তালিকায় অবশ্য কিছুটা কম খরচ হচ্ছে জিয়ো-তে। এখানে ১৪৯ দিয়ে রিচার্জ করলে ২৮ দিনের জন্য ১.৫ জিবি ডেটা ছাড়াও মিলছে ১০০ এসএমএস এবং সারা দেশে আনলিমিটেড কলের সুবিধা।

তবে, কম বেশি যে যা-ই দিক, দুর্ঘটনা ও চিকিৎসা বিমার সুযোগ কিন্তু এখনও পর্যন্ত কোনও সংস্থাই দিচ্ছে না।

আরও পড়ুন: ১৪৪ টাকাতেই মিলবে সব! রামদেবের পতঞ্জলি সিম নিয়ে উত্তাল মোবাইল দুনিয়া

আরও পড়ুন: হাতে ৪জি স্পেকট্রাম এখনও অমিলই

Patanjali Airtel Vodafone Jio Bharat Sanchar Nigam Limited Swadeshi Samriddhi SIM card Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy