গত বছরের এপ্রিলে দেশের প্রধান আটটি পরিকাঠামো ক্ষেত্র বেড়েছিল ৬.৯% হারে। আর এক বছর পরে, গত মাসে বৃদ্ধির হার তলিয়ে গিয়েছে ০.৫ শতাংশে। মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, এই বৃদ্ধি গত আট মাসের মধ্যে সব থেকে কম। অথচ গত মার্চেও পরিকাঠামো বৃদ্ধির হার ছিল ৪.৬%। এর আগে গত বছর অগস্টে পরিকাঠামো উৎপাদন বৃদ্ধির বদলে সরাসরি কমে গিয়েছিল ১.৫%। প্রশ্ন উঠেছে, যে ভাবে গত কয়েক মাস ধরে ক্রমশ শ্লথ হচ্ছে গতি, তাতে ফের কি সঙ্কোচনের খাদের পড়বে এই ক্ষেত্র? বিশেষজ্ঞদের মতে, সামগ্রিক ভাবে উৎপাদনে এমন ভাটার অন্যতম কারণ চাহিদা কমা এবং সেই কারণে এই ক্ষেত্রে কমতে থাকা লগ্নি।
অর্থনীতির আটটি মূল পরিকাঠামো হল— কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগারজাত পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হিসাব বলছে, এপ্রিলে অশোধিত তেল, শোধনাগারজাত পণ্য এবং সার ক্ষেত্র সঙ্কুচিত হয়েছে বলেই সামগ্রিক বৃদ্ধির হার এতখানি কমেছে। পাশাপাশি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, ইস্পাত এবং বিদ্যুতের বৃদ্ধি হয়েছে মন্থর। শুধু সিমেন্টের উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে। সেই কারণেই সামগ্রিক ভাবে তলিয়ে গিয়েছে পরিকাঠামো বৃদ্ধির হার।
অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর মতে, কয়লা, ইস্পাতের মতো ক্ষেত্রের বৃদ্ধি প্রত্যাশিত না হওয়া প্রমাণ করছে পরিকাঠামোয় সরকারের লগ্নি কমেছে। সরকারি ও বেসরকারি দুই বিনিয়োগে ভাটার প্রভাবেই এখানে বৃদ্ধির হার এত কম। তাঁর মতে, এর প্রত্যক্ষ প্রভাব শিল্পোৎপাদনে পড়বে। পরিকাঠামোর গুরুত্ব যেখানে ৪০.৭২%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)