Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এখন লক্ষ্য প্রথম ৫০

এ দিন আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আমদানি-রফতানি শুল্ক দফতরের অফিসারদের জেটলি বলেন, ‘‘গত তিন বছরে ১৯০টি দেশের মধ্যে ১৪২ থেকে ১০০তম স্থানে উঠে এসেছে ভারত।

অরুণ জেটলি।

অরুণ জেটলি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০২:৪৫
Share: Save:

বিশ্বব্যাঙ্কের সহজে ব্যবসা করার মাপকাঠিতে ইতিমধ্যেই প্রথম ১০০টি দেশের মধ্যে ঠাঁই পেয়েছে ভারত। এ বার তার লক্ষ্য পঞ্চাশে ঢুকে পড়া। আর, সেই সম্ভাবনা ‘যথেষ্ট উজ্জ্বল’ বলে শনিবার মন্তব্য করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এ দিন আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আমদানি-রফতানি শুল্ক দফতরের অফিসারদের জেটলি বলেন, ‘‘গত তিন বছরে ১৯০টি দেশের মধ্যে ১৪২ থেকে ১০০তম স্থানে উঠে এসেছে ভারত। ত্রিশটি সিঁড়ি টপকেছে মাত্র এক বছরে। ফলে প্রথম পঞ্চাশকেই এখন পাখির চোখ করে এগোতে হবে।’’ এর জন্য বিশ্বব্যাঙ্কের ঠিক করে দেওয়া ১০টি মাপকাঠির মধ্যে কার্যত তিনটিতে জোর দিলেই কাজ হাসিল হবে বলে দাবি জেটলির। এগুলি হল:

• জমি-বাড়ি সংক্রান্ত বিষয়ে পুর কর্তৃপক্ষের ছাড়পত্র সহজে পাওয়া

• সীমান্ত বাণিজ্য বাড়ানো

• ব্যবসা সংক্রান্ত বিরোধ স্থানীয় আদালতেই মিটমাটের সুযোগ

এ ব্যাপারে কাস্টমস দফতরের অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য অর্থ সচিব হাসমুখ আঢিয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE