লোকসভার প্রশ্নোত্তর পর্বের তালিকায় আজকের প্রথম প্রশ্ন ছিল ওড়িশার বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি ও বলভদ্র মাঝির। কিন্তু তা পরে সরিয়ে দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, এটা করা হয়েছে সরকার ঘনিষ্ঠ গুজরাতের সংস্থাকে আড়াল করতে। যা খনি বণ্টন নিয়ে কেন্দ্রীয় নীতির স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে।
আরব ও আন্দামান সাগরের ভিতরের ১৩টি খনির দরপত্রে ক’টি সংস্থা অংশ নিতে চেয়ে আবেদন করেছিল, তা খনি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন ওই দুই সাংসদ। খনিগুলির ২০ নটিক্যাল মাইলের মধ্যে মাঝিদের ক’টি গ্রাম, খনির বরাত দেওয়ার আগে এলাকার আর্থ-সামাজিক সমীক্ষা করা হয়েছিল কি না, ওই বরাতের ফলে কত কাজ হবে, তা-ও ছিল একেবারে শুরুর ওই প্রশ্নে (স্টারড প্রশ্ন ২৪১)। অথচ প্রশ্নোত্তর পর্বে ২৪২ নম্বর প্রশ্নে চলে যান স্পিকার ওম বিড়লা। কেন ২৪১ নম্বরকে বাদ দেওয়া হল ব্যাখ্যা দেননি স্পিকার বা সরকার পক্ষ।
কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালের প্রশ্ন, তা হলে কি ওই আলোচনা হলে সরকারের সমুদ্রের মধ্যেকার খনি নীতির দুর্নীতি প্রকাশ্যে চলে আসত? এ ধরনের পদ্ধতিগত হেরফের গণতান্ত্রিক প্রকৃত চেহারা ও নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দেয়।” তাঁর মন্তব্য, কাকে রক্ষা করার চেষ্টা করল কেন্দ্র? পরিবেশ সমীক্ষা, আর্থ-সামাজিক প্রভাবের মূল্যায়ন ছাড়াই অস্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় খনির বরাত পাইয়ে দেওয়া হচ্ছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)