উৎসবের মরসুম যত এগিয়ে আসছে, ততই ক্রেতা-বিক্রেতার দুশ্চিন্তা বাড়িয়ে দৌড়চ্ছে সোনার দাম। তবে একই সঙ্গে লগ্নিকারীদের স্বস্তি দিয়ে টানা আট দিন উঠল শেয়ার বাজার।
শুক্রবার কলকাতায় খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) পৌঁছেছে ১,১০,৪০০ টাকায়। জিএসটি নিয়ে ১,১৩,৭১২ টাকা। গয়নার সোনা (১০ গ্রাম ২২ ক্যারাট) প্রায় ১.০৫ লক্ষ। কর ধরে ১.০৮ লক্ষ টাকা পার। দুই দরই তৈরি করেছে নতুন নজির। স্বস্তি দিচ্ছে না রুপোও। এ দিন কলকাতায় নজির গড়ে কেজিতে রুপোর বাট ছিল ১,২৮,৩০০ টাকা। খুচরোর ক্ষেত্রে আরও ১০০ টাকা বেশি। জিএসটি ধরে দাম ছাড়িয়েছে ১.৩২ লক্ষ।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার চাপানো ৫০% শুল্কের জের দেশের অর্থনীতিতে পড়ার আশঙ্কা তো রয়েইছে। তার সঙ্গেই সে দেশে সুদ কমার সম্ভাবনায় লগ্নিকারীরা পা বাড়াচ্ছেন সোনার দিকে। যা বিশ্ব বাজারে তার দামকে পৌঁছে দিয়েছে আউন্সে ৩৬৪৬.৬৯ ডলারে। ফলে ভারতেও দর বাড়ছে। আবার সেই চড়া দামই লগ্নির মাধ্যম হিসেবে সোনার আকর্ষণ বাড়াচ্ছে বলে জানান রাখাল চন্দ্র দে জুয়েলার্সের কর্ণধার নবীন চন্দ্র দে। তাঁর মতে, ‘‘গয়না পরা তো যায়ই। পরে বিক্রি করে মেলে বাড়তি লাভ।’’ তবে ক্রেতাদের কাছে বাজেট সমস্যা তৈরি করছে বলে মেনে তাঁর দাবি, তাই হালকা গয়নার চাহিদা বেড়েছে।
এ দিকে আমেরিকায় সুদ কমার সম্ভাবনা প্রভাব ফেলছে শেয়ার বাজারেও। ফলে ভারতে নজর ফেরাচ্ছেন লগ্নিকারীরা। শুক্রবার সেনসেক্স ৩৫৫.৯৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৮১,৯০৪.৭০ অঙ্ক। নিফ্টি ১০৮.৫০ পয়েন্ট উঠে ২৫,১১৪। ডলারের সাপেক্ষে রেকর্ড তলানি থেকে বেড়েছে টাকাও। প্রতি ডলার ৯ পয়সা কমে হয়েছে ৮৮.২৬ টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)