Advertisement
০৪ মে ২০২৪
Share Market News

ভরসা দিয়েছে শেয়ার বাজার

সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব বাজারে নাগাড়ে সঙ্কট চেপে বসলেও ভারতীয় সূচক উত্থানেই বছর কাটাল। তবে একাংশ মনে করাচ্ছে, করোনার মধ্যে ২০২১ সালে ১০,৫০২.৪৯ পয়েন্ট (২১.৯৯%) উঠেছিল সেনসেক্স।

২০২২ সালে সেনসেক্স বেড়েছে ৪.৪৪%। পয়েন্টের হিসাবে নিট ২৫৮৬.৯২। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৬.৩৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ।

২০২২ সালে সেনসেক্স বেড়েছে ৪.৪৪%। পয়েন্টের হিসাবে নিট ২৫৮৬.৯২। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৬.৩৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ০৬:৫৭
Share: Save:

চলতি বছরের শেষ শেয়ার লেনদেন হল শুক্রবার। সোমবার বাজার খুলবে নতুন বছর, ২০২৩-এ পা দিয়ে। তার আগে লগ্নিকারীরা ফিরে দেখলেন বছরভরের উত্থান-পতন। যেখানে নিট হিসাবে সেনসেক্স বেড়েছে ৪.৪৪%। পয়েন্টের হিসাবে নিট ২৫৮৬.৯২। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৬.৩৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। নিফ্‌টি-র উত্থান মোট ৭৫১.২৫ পয়েন্ট বা ৪.৩২%। শুধু তা-ই নয়, সেনসেক্স পা রেখেছে তার ৬৩,৫৮৩.০৭ পয়েন্টের সর্বোচ্চ শিখরে।

অন্য দিকে, উল্টো পথে হেঁটেছে ডলারের সাপেক্ষে টাকার দাম। সব থেকে তলানি ছুঁয়ে এসেছে। অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে ২০২২ জুড়ে ১১.২০% খুইয়ে বসেছে। ৮৩২ পয়সা উঠেছে ডলার।

সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব বাজারে নাগাড়ে সঙ্কট চেপে বসলেও ভারতীয় সূচক উত্থানেই বছর কাটাল। তবে একাংশ মনে করাচ্ছে, করোনার মধ্যে ২০২১ সালে ১০,৫০২.৪৯ পয়েন্ট (২১.৯৯%) উঠেছিল সেনসেক্স। তার তুলনায় এ বছর নিষ্প্রভ।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, “কোভিডের সময় থেকেই আমেরিকা-সহ বিশ্বের বহু দেশ বাজারে চাহিদা বজায় রাখতে মানুষের হাতে লাগাতার নগদের জোগান বাড়িয়েছে। তারই একটা বড় অংশ ভারতের বাজারে ঢুকেছে। দেশে সরকারি খরচ বেড়েছে। আশা, এ বার বেসরকারি পুঁজিও আসতে শুরু করবে। তখন সূচক আরও চাঙ্গা হবে। বহু লগ্নিকারী সেই আশাতেই টাকা ঢালছেন। যা সূচককে ঠেলে তুলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market News investors investments Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE