নতুন আশায় বুক বাঁধছেন লগ্নিকারীরা। আর তাতে ভর করেই বুধবার লম্বা লাফ দিল ভারতের শেয়ার বাজার। সেনসেক্স একলপ্তে প্রায় ১০২৩ পয়েন্ট উঠে পৌঁছে গেল ৮৫,৬০৯.৫১ অঙ্কে। আর নিফ্টি প্রায় ৩২১ এগিয়ে দাঁড়াল ২৬,২০৫.৩০ অঙ্কে। সর্বোচ্চ শিখরের থেকে তার দূরত্ব আর মাত্র ১০ পয়েন্ট। বিশেষজ্ঞ মহলের দাবি, তিন দিন লাগাতার পতনের পরে সূচক উত্থানের জ্বালানি খুঁজে পেয়েছে। বিশ্ব জুড়ে প্রায় সব শেয়ার বাজারই চাঙ্গা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার আশায়। তার উপর আগামী মাসে আমেরিকায় ফের সুদ কমতে পারে বলে ইঙ্গিত মিলতেই ভারতের বাজারে ফিরেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। এ দিন লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৬ লক্ষ কোটি টাকা।
বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘পড়তি বাজারে বুধবার শেয়ার কিনতে নামেন লগ্নিকারীরা। কারণ একাধিক। এক, সামনের মাসে রিজ়ার্ভ ব্যাঙ্কের ফের সুদ কমানোর ইঙ্গিত। দুই, আমেরিকায় সুদ কমার সম্ভাবনা, যা ভারতের শেয়ার বাজারে বিদেশি লগ্নি বাড়াতে পারে। তিন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামার আশা। চার, বিশ্ব বাজারে কমতে থাকা অশোধিত তেলের দাম।’’ তবে তাঁর মতে, অনিশ্চয়তা পুরো কেটেছে বলা যাবে না। প্রত্যাশা পূরণ না হলে সূচক ফের গতি হারাতে পারে।
বিশেষজ্ঞ কমল পারেখ বলছেন, ‘‘রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ মেটার আশা গোটা বিশ্বেই শেয়ার বাজারকে ঠেলে তুলছে। ভারতে বাড়তি প্রাপ্তি বিদেশি লগ্নির নতুন প্রবাহ।’’ মঙ্গল এবং বুধবার টানা দু’দিন ওই লগ্নির অঙ্ক ছিল যথাক্রমে ৩৯১২.৪৭ কোটি এবং ৬২৪৭.৯৩ কোটি টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)