ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম তাঁর প্রশাসনের এক শীর্ষ পর্যায়ের কর্তা, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ভারত সফরে আসছেন সোমবার। শুল্ক নিয়ে ভারত সম্পর্কে সমালোচনার ঝড় বইয়েছেন ট্রাম্প। আপাতত সে সব সামলে দু’দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শর্তে সই করেছে বলে খবর। এই পরিস্থিতিতে ভান্সের সফর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভান্স বাণিজ্য চুক্তি অথবা শুল্ক প্রসঙ্গে আলাদা করে কোনও সূত্র নিয়ে আসছেন না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেবেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সমস্ত দ্বিপাক্ষিক বিষয় নিয়েই আলোচনা হবে। আমরা আশাবাদী, ভান্সের এই সফর দু’দেশের সম্পর্ককে আরও জোরদার করবে।” তাঁর বার্তা, দ্রুত বাণিজ্য চুক্তি সই করার জন্যেই ভারত-আমেরিকার মধ্যে কথা চলছে।
তবে শুধু কূটনৈতিক আলোচনা নয়, ভারত ভ্রমণের পরিকল্পনাও রয়েছে সপরিবার ভান্স-এর। ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তিন সন্তানকে নিয়ে জয়পুর ও আগ্রায় যাবেন তিনি। ঊষা ভান্স নিজের পূর্বপুরুষের দেশ অন্ধ্রপ্রদেশে যাবেন কি না, আলোচনা চলছে তা নিয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)