Advertisement
০৪ মে ২০২৪
Electricity

বিদ্যুৎ কেন্দ্র গড়বে রাজ্য, ঘোষণা মমতার

মমতা বলেন, ‘‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সামাজিক দায়িত্ব পালনের দায়বদ্ধতা) খাতে বিদ্যুৎ দফতর আমাদের ১৭ কোটি টাকা দিয়েছে। আরও চার-পাঁচটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করব।’’

An image of Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ০৮:৪২
Share: Save:

বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কিছু উৎপাদন কেন্দ্র গড়বে রাজ্য। কয়েকটি তৈরি হবে যৌথ উদ্যোগে। এগুলির হাত ধরে কর্মসংস্থানও হবে বলে দাবি তাঁর।

মমতা বলেন, ‘‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সামাজিক দায়িত্ব পালনের দায়বদ্ধতা) খাতে বিদ্যুৎ দফতর আমাদের ১৭ কোটি টাকা দিয়েছে। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আরও চার-পাঁচটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করব।’’

প্রশাসনিক মহলের বক্তব্য, পশ্চিমবঙ্গে ডেউচা পাঁচামি প্রকল্প শুরু হতে চলেছে। তাতে আরও দু’বছর লাগবে। সেখানে কয়লার মজুত পর্যাপ্ত। যা বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। মমতার দাবি, গোটা দেশে কয়লা নেই। ভারত সরকার সবাইকে তা বিদেশ থেকে আমদানি করতে বলছে। অনেক রাজ্যেই বিদ্যুতের সঙ্কট ভয়াবহ আকার নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জোগানে সমস্যা নেই।

এই প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘আমার দেশে কয়লা নেই, এটা বলতেই লজ্জা করে। একটা কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে যাতে আমরা বাইরে থেকে কয়লা কিনতে বাধ্য হই। সম্ভবত ইন্দোনেশিয়ার কাছ থেকে সেগুলি কেনা হবে। একটা গরিব লোক দুটো বিড়ি খেলে প্রশ্ন করবে। কিন্তু বড়লোকেরা সব বিক্রি করে দিচ্ছে সেগুলি চোখে দেখতে পায় না।’’ সেই সঙ্গে মমতার সংযোজন, ‘‘কয়লা থেকে প্রতিরক্ষা— এই সব ডিলে (চুক্তি) কত আসে কোনও দিন প্রশ্ন করেছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছেন, না এই প্রশ্ন করার
সাহস আছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee West Bengal government Power Plants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE