শুধু স্মার্টফোন নয়, হোয়াটসঅ্যাপ এ বার থেকে ব্যবহার করা যাবে কাই অপারেটিং সিস্টেম যুক্ত ফিচার ফোনগুলিতেও। ভারতবর্ষে কাই অপারেটিং সিস্টেম পরিচালিত জিও ফোন, জিও ফোন ২ এবং নোকিয়া ৮১১০ তে ইতিমধ্যেই ব্যবহার করা যাচ্ছে এই ম্যাসেজিং অ্যাপটি।
কাই স্টোর অফিসিয়ালই ঘোষণা করেছে যে খুব শীঘ্রই তাঁরা হোয়াটসঅ্যাপকে সারা বিশ্বব্যাপী চালু করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ, এ বার থেকে সারা বিশ্বব্যাপী কাইওএস ব্যবহৃত ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এখন কাইস্টোর থেকে এই অ্যাপটি খুব সহজেই পাওয়া যাবে। এই কাইওএস ভার্সান হোয়াটসঅ্যাপে কলিং এবং ম্যাসেজিং দু’টি কাজই করা যাবে এবং এটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টও হবে।
কাইওএস টেকনোলজির সিইও সেবাস্টিয়ান কোডভিল জানিয়েছেন যে, ‘আমরা কাইওএস প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপকে আনতে পেরে খুবই আনন্দিত এবং এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন পর্যায়ে নিয়ে যেতে পারছি । আমরা চেষ্টা করছি ইন্টারনেট এবং ডিজিটাল ব্যবস্থাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার। ফিচার ফোনে হোয়াটসঅ্যাপ এনে দেওয়া আমাদের সেই লক্ষ্যপুরণে এক বড় পদক্ষেপ।’