দীর্ঘ দিন ধরে একের পর এক বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান তুলে নিয়েছে। কিন্তু এ বার অনেক দিন বাদে যাত্রিবাহী একটি নতুন উড়ান চালু করতে চলেছে আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হবে এই উড়ানটি। বৃহস্পতিবার থেকেই ওই বিমানের বুকিং ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে বলে এ দিন ওই বিমানসংস্থা সূত্রে জানা গিয়েছে।
এত দিন ধরে কলকাতা থেকে নিয়মিত যাতায়াত করত ইতিহাদ এয়ারওয়েজের পণ্য-বিমান। এর পাশাপাশি কলকাতা থেকে নিয়মিত যাত্রী-বিমান চালানোরও অনেক দিনের পরিকল্পনা ছিল এই সংস্থার। সেই পরিকল্পনাই অবশেষে বাস্তবায়িত হল বলে সংস্থার এক কর্তা জানান। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিদিন কলকাতা ও আবুধাবির মধ্যে একটি করে এয়ারবাস এ-৩২০ চালানো হবে। আবুধাবির স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রওনা হয়ে ওই বিমান কলকাতা এসে পৌঁছবে বিকেল সাড়ে ৪টে নাগাদ। ওই বিমানটিই ফের যাত্রী নিয়ে রাত পৌনে ৮টা নাগাদ কলকাতা থেকে রওনা হয়ে রাত পৌনে ১২টা (আবুধাবির স্থানীয় সময়) নাগাদ আবুধাবি ফিরে যাবে। বিমানে এক বারে ১৩৬ জন যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানা গিয়েছে।
২০১৩ সালের জানুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তবে, তার পর থেকে এখনও পর্যন্ত কলকাতা থেকে কোনও নতুন উড়ান চালু করা হয়নি। এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দর থেকে আবুধাবি পর্যন্ত নিয়মিত উড়ান চালাবে ইতিহাদ। কলকাতা ছাড়া ইতিমধ্যেই দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ ভারতের দশটি শহরে নিয়মিত ভাবে বিমান পরিষেবা চালাচ্ছে এই সংস্থা। সংস্থার এক কর্তা জানান, এই প্রথম পূর্বভারতের কোনও শহরে এই সংস্থার যাত্রী-বিমান চালানো হবে। আবুধাবি থেকে পাশ্চাত্য ও মধ্য প্রাচ্য দেশগুলিতে ইতিমধ্যেই নিয়মিত উড়ান চালাচ্ছে ইতিহাদ। ফলে কলকাতা-আবুধাবি রুটের এই বিমানটি চালু হলে তা যাত্রীদের পক্ষে আরও সুবিধাজনক হবে বলে মনে করছে সংস্থা। তা ছাড়া, এত দিন কলকাতা থেকে ইউরোপ বা আমেরিকা যেতে হলে যাত্রীদের কাছে এমিরেট্স বা কাতার ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না। এ বার সেই তালিকায় যুক্ত হচ্ছে ইতিহাদের এই নতুন উড়ানটি।