Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রেকর্ড উচ্চতায় থামল সূচক

সোমবারের পর মঙ্গলবারও উঠল সেনসেক্স। আর তার ফলে নতুন উচ্চতায় থামার রেকর্ড গড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকটি। দিনের শেষে তা থিতু হল ২৪,৮৫৮.৫৯ অঙ্কে। আগের দিনের তুলনায় যা প্রায় ১৭৪ পয়েন্ট বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ৫৩.৩৫ অঙ্ক বেড়ে পৌঁছে গিয়েছে সর্বকালীন উচ্চতায়।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ জুন ২০১৪ ০১:৫২
Share: Save:

সোমবারের পর মঙ্গলবারও উঠল সেনসেক্স। আর তার ফলে নতুন উচ্চতায় থামার রেকর্ড গড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকটি। দিনের শেষে তা থিতু হল ২৪,৮৫৮.৫৯ অঙ্কে। আগের দিনের তুলনায় যা প্রায় ১৭৪ পয়েন্ট বেশি।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ৫৩.৩৫ অঙ্ক বেড়ে পৌঁছে গিয়েছে সর্বকালীন উচ্চতায়। তবে বাজারে এ দিনও ২৩ পয়সা পড়েছে টাকার দর। শেষ পর্যন্ত ডলারের দর দাঁড়িয়েছে ৫৯.৩৮ টাকায়।

এ দিন মূলত যে যে কারণে সূচকের উত্থান ঘটেছে, তা হল—

রিজার্ভ ব্যাঙ্ক এসএলআর কমানোয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির শিল্পকে আরও বেশি ঋণ জোগানোর সম্ভাবনা।

বৃদ্ধিতে গতি আনতে কেন্দ্রের পাশে থাকার বার্তা রিজার্ভ ব্যাঙ্কের ।

মুদ্রা বাজারে (ডেরিভেটিভ) ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের লগ্নির অনুমতি দেওয়া।

গত এপ্রিলে পরিকাঠামো শিল্পে বৃদ্ধি ৪.২ শতাংশে পৌঁছনো।

চিনের কারখানায় উৎপাদন বৃদ্ধিতে এ দেশের ইস্পাত সংস্থা-গুলির শেয়ার দর বৃদ্ধি।

কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে সমন্বয় দেখা দেওয়ায় আগামী দিনে দেশে আরও বিদেশি লগ্নি আসার আশা।

তবে এ সবের মধ্যেও শীর্ষ ব্যাঙ্ক সুদ না-কমানোয় বিভিন্ন ব্যাঙ্কের শেয়ার দর পড়েছে এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sensex nifty market bse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE