Advertisement
০২ মে ২০২৪
Crime

কলকাতায় শাটল গাড়িতে যাত্রী সেজে লুট, গ্রেফতার দুষ্কৃতীরা

ছিনিয়ে নেওয়া হয় এটিএম কার্ডও। এর পর আক্রান্ত অঞ্জন বিশ্বাসের চোখ বেঁধে এটিএম-এ নিয়ে যাওয়া হয়,  তাঁকে জোর করে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেয় দুষ্কৃতীরা।

এটিই অভিযুক্ত গাড়ি। নিজস্ব চিত্র

এটিই অভিযুক্ত গাড়ি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১২:৩৬
Share: Save:

শাটল গাড়িতে উঠে বিপদের মুখে পড়েছিলেন নারকেল বাগান, কসবার বাসিন্দা প্রৌঢ় অঞ্জন বিশ্বাস। বেশ কয়েক জন মিলে লুঠ করেছিল নগদ টাকা, সোনার চেন। কিন্তু পুলিশের তৎপরতায় দ্রুত ধরা পড়ল অভিযুক্তরা।

বাইপাসের ধারে একটি পানশালার সামনে থেকে গত ২৫ ডিসেম্বর রাতে একটি শাটল গাড়িতে উঠেছিলেন তিনি। চালক ছাড়াও ওই গাড়িতে ছিলেন তিনজন যাত্রী। এই গাড়ি যখন লস্করহাটের কাছে যায়, তখন এক যাত্রী গাড়ি থেকে নামে, ফিরে এসে অঞ্জন বিশ্বাসকে গাড়ির মাঝখানের আসনে বসতে বলে। তার পর গাড়ি চলতে শুরু করলে পাশে বসা যাত্রীদের একজন হঠাৎই বলপ্রয়োগ করতে শুরু করে। সহযাত্রী ২ জন মিলে অঞ্জন বিশ্বাসের চোখ বেঁধে গাড়িতে পায়ের কাছে ফেলে দেয়। তার পর তাঁর কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও একটি সোনার চেন ছিনিয়ে নেয় তারা।

ছিনিয়ে নেওয়া হয় এটিএম কার্ডও। এর পর আক্রান্ত অঞ্জন বিশ্বাসের চোখ বেঁধে এটিএম-এ নিয়ে যাওয়া হয়, তাঁকে জোর করে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেয় দুষ্কৃতীরা। এর পর ইএম বাইপাসের ঢালাই ব্রিজের কাছে তাঁকে গাড়ি থেকে ফেলে চম্পট দেয় তারা। আক্রান্ত অঞ্জন আদতে ত্রিপুরার মানুষ। তিনি আনন্দপুর ও কসবায় ২টি গেস্ট হাউস চালান। এ ছাড়া একটি পানশালার ব্যান্ডের সদস্য তিনি। এর পর লিখিত ভাবে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান।

সেই অভিযোগের ভিত্তিতে ২ জানুয়ারি ওই গাড়ি-সহ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। রাজু মাঝি, সন্তোষ পোদ্দার, শেখ বিকি ও অর্পণ সেন নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১ জন গাড়িটির চালক। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। অভিযুক্তরা সকলেই পিকনিক গার্ডেন, তিলজলা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: শুভেন্দুকে নিয়ে নিজভূমে দিলীপ, রবিতে যুগলবন্দি গোপীবল্লভপুরে

আরও পড়ুন: তথ্য উদ্ধারে ফরেন্সিকে যাচ্ছে ল্যাপটপ, মোবাইল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE