Advertisement
২৭ এপ্রিল ২০২৪

৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভবানীপুরের আবাসনের আগুন, স্বস্তিতে বাসিন্দারা

বিকেল ৩টে নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ওই আবাসনের

সোমবার সকাল ১০টা নাগাদ এই বহুতলের ১৬ তলা থেকে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। —নিজস্ব চিত্র।

সোমবার সকাল ১০টা নাগাদ এই বহুতলের ১৬ তলা থেকে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১১:২৩
Share: Save:

ঘণ্টা পাঁচেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ভবানীপুরের বহুতলের আগুন। সোমবার সকাল দশটা নাগাদ আগুন লাগে ভবানীপুরের একটি অভিজাত আবাসনে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বিকেল তিনটে নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে দমকল। তবে অগ্নিকাণ্ডে ওই আবাসনটির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ দিন সকাল ১০টা নাগাদ ওই বহুতলটির ১৬ তলা থেকে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ধোঁয়া বার হতে দেখে ছুটে যান নিরাপত্তা রক্ষীরা। অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্য আগুন নেভানোরও চেষ্টা করেন তাঁরা। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সময় নষ্ট না করেই খবর দেওয়া হয় দমকলে। কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও পাঁচটি। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলের ডিজি জগমহন, ডিসি (দক্ষিণ) মিরাজ খালিদ-সহ পদস্থ কর্তারা।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় প্রস্তুত মেডিক্যাল, তৈরি ৩০০টি আইসোলেশন বেড

নিউ আলিপুরে ১৫ করোনা-পজিটিভ রোগীর তথ্য লুকোচ্ছে প্রশাসন! গুজব ছড়িয়ে ধৃত মহিলা

১৬ তলায় আগুন লাগায় শুরুতে কিছুটা বেগ পেতে হয় দমকলকে। উচ্চতা বেশি হওয়ায় আনা হয় হাইড্রোলিক ল্যাডার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এ দিন অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়ায় ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE