Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Covid 19

বিধাননগরে কিছুটা কমল সংক্রমণের হার

পুরসভা সূত্রের খবর, শনিবার পর্যন্ত পাওয়া হিসেব অনু্যায়ী বিধাননগর পুর এলাকায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০-এর আশপাশে।

—ফাইল ছবি

—ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ০৩:২০
Share: Save:

কন্টেনমেন্ট জ়োনে লকডাউন শুরু হওয়ার পরে দেড় দিন কেটে গেলেও করোনার প্রকোপ অব্যাহত বিধাননগরে। তবে সংক্রমণের হার কিছুটা কমেছে বলে দাবি প্রশাসনের। গত বৃহস্পতিবার বিকেল থেকে বিধাননগরের বিভিন্ন কন্টেনমেন্ট জ়োনে লকডাউন শুরু হয়েছে। তালাবন্দি এলাকার বাইরেও ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব রক্ষায় জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন।

পুরসভা সূত্রের খবর, শনিবার পর্যন্ত পাওয়া হিসেব অনু্যায়ী বিধাননগর পুর এলাকায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০-এর আশপাশে। প্রশাসনের দাবি, গত ৪৮ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার খানিকটা কমেছে। পাশাপাশি, পুলিশের তৎপরতা বৃদ্ধিতে কিছুটা হলেও ভিড় নিয়ন্ত্রণে এসেছে। তবে মানুষের সচেতনতা পুরোপুরি ফেরেনি বলেই পুলিশের একাংশের অভিযোগ। বিধাননগর পুর এলাকার কিছু অংশে এখনও অনেকে কোনও রকম নিয়ম মেনে চলছেন না বলে স্থানীয় সূত্রের খবর। তবে কন্টেনমেন্ট জ়োনগুলিতে কঠোর ভাবে লকডাউন চলছে।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, এখনও কিছু জায়গায় নির্মাণকাজ চলছে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‘শ্রমিকদের রোজগারের বিষয়টিও মাথায় রাখতে হবে। তবে নির্মাণ সংস্থা কিংবা ঠিকাদারদের কাছে অনুরোধ, কাজ শেষ হলে বাড়ি না পাঠিয়ে প্রয়োজনে নির্মাণস্থলেই শ্রমিকদের রেখে দিন। লকডাউনে সকলের কাছে আবেদন, নিয়ম মেনে চলুন।’’

আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার বাবা-মেয়ের ক্ষতবিক্ষত দেহ​

মেয়র পারিষদ প্রণয় রায় জানান, দু’দিন ধরে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। কয়েক দিন পার হলে তবে বোঝা যাবে, বিধাননগরে সার্বিক ভাবে সংক্রমণ কমছে কি না। তাঁর মতে, ‘‘প্রশাসন চেষ্টা করছে। কিন্তু মানুষ সচেতন না-হলে রোগ নিয়ন্ত্রণ করা মুশকিল। এখনও বাসিন্দাদের অনেকে নিয়ম মানছেন না। তাই বেশি করে সচেতনতার প্রচারে জোর দেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Covid 19 Bidhannagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE