Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata News

দমদমে ঝাঁপ, কবি নজরুলে এসি রেক বিকল, দুর্ভোগে মেট্রো যাত্রীরা

মেট্রো সূত্রে খবর, এ দিন সকাল ৯টা ১৭ মিনিটে দমদম স্টেশনে কবি সুভাষগামী একটি ট্রেন ঢুকছিল। সেই সময়ই প্ল্যাটফর্ম থেকে বছর তিরিশের এক যুবক মেট্রোর সামনে ঝাঁপ দেন।

দমদম স্টেশনে যাত্রীদের ভিড়। বন্ধ মেট্রো। —নিজস্ব চিত্র

দমদম স্টেশনে যাত্রীদের ভিড়। বন্ধ মেট্রো। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১০:৫৩
Share: Save:

দমদমে মেট্রোর সামনে ঝাঁপ। উল্টো দিকে কবি নজরুল স্টেশনে এসি রেক বিকল হয়ে দরজাই খুলল না। প্রায় কাছাকাছি সময়ে দুই প্রান্তে জোড়়া বিভ্রাটে ভরা অফিস টাইমে ফের চরম ভোগান্তিতে মেট্রোর যাত্রীরা। অবশেষে বেলা সাড়ে এগারোটা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা

বুধবার দমদম স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। তার জেরে সকাল ৯টা ১৭ মিনিট থেকেই নোয়াপাড়া স্টেশন থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত বন্ধ ছিল মেট্রো। গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চললেও পরিষেবা ছিল অনিয়মিত। সেই বিপত্তি কাটতে না কাটতেই ফের বিভ্রাট হয় কবি নজরুল স্টেশনে। ফলে কার্যত পুরো পথেই পরিষেবা ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।

মেট্রো সূত্রে খবর, এ দিন সকাল ৯টা ১৭ মিনিটে দমদম স্টেশনে কবি সুভাষগামী একটি ট্রেন ঢুকছিল। সেই সময়ই প্ল্যাটফর্ম থেকে বছর তিরিশের এক যুবক মেট্রোর সামনে ঝাঁপ দেন। কিছুটা দূরে গিয়ে থেমে যায় ওই ট্রেনটি। চালক স্টেশনে খবর পাঠান। তার পর থেকেই নোয়াপাড়া থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

প্রায় সঙ্গে সঙ্গেই মেট্রোর কর্মীরা ছুটে আসেন। লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নীচে নেমে উদ্ধারের কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সেই যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সওয়া ১০টা নাগাদ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। তবে তখনও বিভিন্ন স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছিল।

আরও পড়ুন: সব প্রশ্নের ‘খোলামেলা’ জবাব, ভোটের আগে নয়া অবতারে মোদী?

আরও পড়ুন: সার্জিকাল স্ট্রাইকের ব্লু-প্রিন্টও তাঁর তৈরি!

দমদমের পরিস্থিতি কাটিয়ে যখন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে পরিস্থিতি, তখনই কবি নজরুলে বিভ্রাট। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী একটি এসি ট্রেন কবি নজরুল স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার পরই বিকল হয়ে যায়। কামরার ভিতরে এসি বন্ধ হয়ে যায়। নিভে যায় আলো। শুধু এমার্জেন্সি আলো জ্বলছিল। এই অবস্থায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধণ্টা ওই পরিস্থিতিতে আটকে থাকার পর পিছনে গার্ডের কামরা দিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তারও আধঘণ্টা পর ওই ট্রেনটি সরিয়ে পরিষেবা স্বাভাবিক হয় বেলা সাড়ে এগারোটা নাগাদ।

গত বৃহস্পতিবারই রবীন্দ্র সদন এবং ময়দান স্টেশনের মাঝে মেট্রোর একটি কামরায় আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়ায়। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এর পর মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো। বুধবার ফের অফিস টাইম শুরুর মুখেই জোড়া বিভ্রাটে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Disruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE