আমার স্ত্রী সঞ্চারী যেহেতু একমাত্র মেয়ে, তাই আমার শাশুড়ি নন্দিতা চক্রবর্তীর আমি আদরের জামাই। ফলে আর কিছু হোক বা না হোক, আমার শাশুড়িমা জামাইষষ্ঠী অদ্ভুত এক আনন্দ নিয়ে পালন করেন। জামাইবরণ থেকেপাঁচরকম ফল-মিষ্টি, সব থাকে। ফল বলতে সিজনের নতুন পাঁচরকম ফল থাকা চাই। নানা রকম পদ তিনি রান্না করেন। অন্তত দু’রকম মাছের পদ, মাংস, ডাল, তরকারি, পাঁচ রকম ভাজা।এসব তো থাকেই, তার সঙ্গে উপহারও থাকে। আমার বিয়ের পর থেকে এ ভাবেই আমার শাশুড়ি দিনটি উদযাপন করছেন।
কিন্তু সত্যি বলতে কি, দিনটি পালনের জন্য আমার শাশুড়িমা এত পরিশ্রম করেন, সব রীতিনীতি নিখুঁত ভাবে মানার জন্য এত ব্যাকুল হয়ে পড়েন যে আমার কিছুটা অস্বস্তিই লাগে। ভূরিভোজ আর পরিবারের সবার সঙ্গে আড্ডা, সব মিলিয়ে জমে যায় জামাইষষ্ঠী।
আরও পড়ুন- উনিশ বছর বয়সে জামাই সেজে জামাই ষষ্ঠী পালন করতে খুব মজা পেয়েছিলাম