Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাখা হচ্ছে জলকামান, ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ

শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে, সরকারি দফতরগুলোর সামনে পুলিশি টহলদারি বাড়ানো হবে। বসবে পাহারাও। পুলিশ জানিয়েছে, শহর জুড়ে মোবাইল ভ্যানে নজরদারি চালানো হবে। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ধর্মঘটে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকমের প্রস্তুতি রাখা হচ্ছে।

 অপেক্ষা: ধর্মঘটের আগে পেট্রল পাম্পে লাইন। জলপাইগুড়িতে।—নিজস্ব চিত্র।

অপেক্ষা: ধর্মঘটের আগে পেট্রল পাম্পে লাইন। জলপাইগুড়িতে।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০২:২২
Share: Save:

বামেদের ডাকা দু’দিনের ধর্মঘটে শহরের স্বাভাবিক জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য কোমর বেঁধে নামছে শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) গৌরব লাল বলেন, ‘‘কাউকে ভয় দেখানো, জোর করে ধর্মঘট করতে গেলে গ্রেফতার করা হবে।’’

শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে, সরকারি দফতরগুলোর সামনে পুলিশি টহলদারি বাড়ানো হবে। বসবে পাহারাও। পুলিশ জানিয়েছে, শহর জুড়ে মোবাইল ভ্যানে নজরদারি চালানো হবে। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ধর্মঘটে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকমের প্রস্তুতি রাখা হচ্ছে। রিজার্ভ ব্যাটেলিয়ান, জলকামান সবই তৈরি রাখা হবে। কোথাও গাড়ি আটকানো, পিকেটিং করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

আজ বন্‌ধের প্রথম দিন জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার আসন পড়েছে শিলিগুড়িতেও। পূর্ব নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও। পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ার পথে পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে অভিভাবকদের পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে।

আরও পড়ুন: বন্‌ধে বাস চলবে, আশ্বাস পুলিশের

কিন্তু রাস্তায় যানবাহন কেমন থাকবে তা নিয়ে সংশয় রয়েছেন শহরবাসীর অনেকেই। শিলিগুড়ি শহরে রোজের মতো সিটি অটো, টোটো চলাচল করবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন মালিক-চালক সংগঠনের নেতারাও। সিটি অটো চালালে কোনও সমস্যা হবে না বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এমনটাই জানান শিলিগুড়ির সিটি অটো মালিক ও চালক সংগঠনের মুখপাত্র নির্মল সরকার। যদিও তিনি বলেন, ‘‘ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। কিন্তু, আগে একবার দু’টি অটো ভাঙচুর হলেও ক্ষতিপূরণ পাইনি।’’ তবে টোটো মালিক-চালকদের একাংশ রাস্তায় বের হবেন বলে জানিয়েছেন। যদিও আর একপক্ষ রাস্তায় টোটো বের করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

জলপাইগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো থেকে মোট ৪৪টি বাস চালানো হবে। হলদিবাড়ি রুটে ৯টি, মালবাজার রুটে ৭ টি, জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে ১২টি বাস আগামীকাল চালানো হবে। প্রয়োজন হলে বাড়তি বাসও চালানো হবে বলে জানান ডিপো ইনচার্জ স্বপন সেন।

যদিও জোর করে ধর্মঘট করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন শিলিগুড়ির মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য। বলেছেন, ‘‘জবরদস্তি করার বিষয় নেই। এমনিতেই সাধারণ মানুষ, শ্রমিকরা সাড়া দেবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। আমরা বন্‌ধ সমর্থকদের কোনও প্ররোচনায় পা দিতে নিষেধ করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Canon Police CPM Strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE