এক দশকের মধ্যে শীতলতম নভেম্বর চলছে বঙ্গে। অন্তত এই বছরটার জন্য সুপর্ণারা নিষ্কৃতি পেয়েছেন, ‘শীতকাল কবে আসবে’ সে প্রশ্নের উত্তর দেওয়ার হাত থেকে। তবে, এমন বছর আবার কবে আসবে, বা আদৌ আসবে কি না, বলা মুশকিল। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ভয়ঙ্কর হারে, প্রাক্-শিল্পায়ন যুগের চেয়ে তিন ডিগ্রি বেশি গড় তাপমাত্রায় পৌঁছে যাওয়া আর কয়েক বছরের অপেক্ষা। এ বেলা আগাম শীতের আমেজ গায়ে মেখে নেওয়াই ভাল। ইলিশ মাছের মতোই, এ বস্তুও বিরলতম হতে চলেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)