Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

করোণীয়

জীবন শুকায়ে কাষ্ঠ করোনা-ধারায়

সুদীপ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০০:০০
Share: Save:

সুধীবৃন্দ, স্বাগতম্! চোদ্দোশো সাতাশ

ঘনমন্দ্রে বহিতেছে করোনা-বাতাস

পহেলা বৈশাখে একা! কী যে অভিপ্রায়

জীবন শুকায়ে কাষ্ঠ করোনা-ধারায়

তদ্বিষয়ে দু’চার কথা স্পষ্ট-বিনিশ্চয়

পাঁচালির স্পন্দে যেন পাঠে আজ্ঞা হয়

সংসার কৈবল্যে লীন, বন্ধ মাল্টিপ্লেক্স

গ্লাস গড়াগড়ি খাচ্ছে, কপালে কর্নফ্লেক্স

কিছু চক্ষু তবু জবাকুসুমসংকাশ

কেউ সোজা মাস্ক পরছে, উল্টে কেউ মাক্স

রেলস্টেশনে যাত্রী নেই, ডাঁই-করা ভিক্ষুক

বুদ্ধ নেই, সুজাতাও, ফ্যানভাতে চুমুক

অর্হনিশ আর্ষবাণী— মা-কুরু মা-কুরু

এ থিম-সং বাজলে কেউ বাঁচতে পারে, গুরু

অবনীও বাড়িবন্দি, গলা যাচ্ছে শোনা

‘করো না’ বদলিয়ে গিয়ে ‘কোরো না, কোরো না’

করোনাই করে খাবে? ‘ডু-ইট-নাউ’! প্রিয়

এক ঝলকে জেনে নিন কী কী করণীয়

আরও পড়ুন: খুব বিপদে পড়ে গিয়েছি, আমাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন​

গ্রন্থাদিগুপ্তিপূর্বক

ওঠো শিশু, মুখ ধোও, পরো নিজ বেশ

ডিম খেয়ে নেটফ্লিক্সে থাকো নির্নিমেষ

পাঠশালা বন্ধ, তাই পণ্ডিত উদয়ন

করোনা-ইন-কাফকা নিয়ে করুন অধ্যয়ন

কিশোর, তোমার দ্বারে আসবে না কিশোরী

আজ বরং ল্যাপটপেই বৈচিত্ত্যচঞ্চরী

অপাঙ্গদৃষ্টিপূর্বক

কী সুন্দর অ্যাপ! ফোনে হোটেলঘর স্থির

অন্য ম্যাচ খেলতে যাচ্ছে গৌতম গম্ভীর

অরসিক ‘পোকা’ এসে তুলে নিল ক্রিজ

এক খাঁচার মধ্যে গণ-হিজবিজ-বিজবিজ

সবাই সবাইকে মাপছে, সদ্য চিনছে যেন

‘আচ্ছা ওর সারাদিনে এত ফোন কেন’

বহির্বাণিজ্যের ভাটায় পাঁচালি-বারতা

কুটিরশিল্পে ধরা থাক ধারাবাহিকতা

দর্শনভাবনাপূর্বক

রকে বৃদ্ধসভা বন্ধ, বন্ধ পিএনপিসি

রিপিট-টিভি-সিরিয়াল এডি-কিংবা-বিসি

স্কুলকিশোরী গেহগুপ্ত, পাড়ার মোড় ফাঁকা

কাকিমার খুঁত ধরছে সর্বজ্ঞানী কাকা

নান্য পন্থা বিদ্যতে হে একটিমাত্র ছাড়া

দূষণ কমেছে, নাও, গুনে ফেলো তারা

দেশোদ্ধারসঙ্কল্পপূর্বক

জাতক রাজনীতিক হলে সুবর্ণসুযোগ

মাতৃভূমি রক্ষাকল্পে চড়ান মায়ের ভোগ

নিঃসপত্ন নেতা হলে বলুন, ‘বিরোধী

আজন্ম নেপোর দাদু, মারতে চায় দধি’

মন্দুরা বিরোধী হলে বলুন, ‘সরকার

সত্য সব চেপে যাচ্ছে, তদন্ত দরকার’

আর যদি হন আপনি ধরমেতে বীর

তরু কেটে অবিলম্বে খান তরুক্ষীর

তুলাদণ্ডসংস্থাপনাপূর্বক

ধর্মতলা কর্মখালি, অধর্মে স্বাগত

আলু-মদ্য-মটরদানা সবই চন্দ্রাহত

বউ-বাচ্চা-বাড়ি বাদে বেচুন এ-পৃথিবী

একটু খুঁজলে মিলবে বিক্রিযোগ্য শ্লথনীবি

মোম-থালা-কাঁসর-ঘণ্টা কী অভাবনীয়

গৃহবন্দি মানচিত্রে পসরা রাষ্ট্রীয়

কফিপাত্রধারণপূর্বক

কর্মযোগে যত শ্রম, জ্ঞানযোগে তা নেই

কিছু শব্দ শিখে নিন, কিছুটা টুকেই

‘মানবতা’, ‘তথ্যলোপ’, ‘আলো কমছে ক্রমে’

লক্কা করে ছেড়ে দিন সমাজমাধ্যমে

ফি-সেকেন্ডে গুনতে হবে শেয়ার-লাইকও

অন্তরাত্মা গতি পাবে, তীব্র সামাজিকও

নিরন্নের ছবি দিলে পোস্টে বাড়ে দ্যুতি

ডাউনলোডান ইমোজি, ওরা অনুভূতি

হরিশ্চন্দ্রস্মরণপূর্বক

দান অতীব পুণ্যকর্ম, সেবা কিংবা পাশা

দশম-ব্যাদে আছে, দান আয়করাদিনাশা

দানে বস্ত্র শুভ্র হয়, শুকনো কাশি কমে

অহৈতুকী ছবি ওঠে লাজ-খাওয়া শরমে

ষোলো আনা দানে যদি ছ’শো সেল্‌ফি হয়

ছ’শো গ্রাম চালে আস্ত স্টুডিয়ো নিশ্চয়

নববার্ষিকাঙ্গীকারপূর্বক

সম্পুটে সম্পন্ন শুদ্ধ সম্পাদ্য সমূহ

কর্মযজ্ঞ উদ্‌যাপনে তুলতে হয় ধুয়ো

‘কোরো না, কোরো না’ নয়, বলতে হবে ‘করো’

ক্রিয়া করলে ধুকপুকাবে করোনার অন্তরও

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি

দেশে-দেশে কত শত জন্তু আর প্রাণী

দল পাকিয়ে ফন্দি আঁটছে করতে কর্মহারা

সে ফাঁদেই পদব্রতী উহারা-তাহারা

অথচ, এখনই সেই মহাপুণ্যক্ষণ

নিয়ম ভাঙলেই তাম্রপত্র-বরিষন

একশত বৎসর পূর্বে তেরোশো সাতাশে

‘জীবনস্মৃতি’ লিখে লোকটা উঠল ইতিহাসে

তার শৈশবও গৃহবন্দি, রবি যদি পারে

আমরা কি প্রতিভা ধোবো স্যানিটাইজারে?

আরও পড়ুন: ‘মানুষের ছোঁয়াচ বাঁচিয়ে, এ ভাবে ভয়ে ভয়ে থাকতে ভালো লাগছে না’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE