ভারত আমেরিকার সম্পর্ক থেকে জীবনানন্দ দাশ। সংসদীয় কানুনের খুঁটিনাটি থেকে মহাকাশ গবেষণার টাটকা খবর। সাংসদদের চটজলদি তথ্যের দরকার হলে হাতের কাছে ‘গুগল আঙ্কল’ ভরসা। দমদমের সাংসদ পণ্ডিতমনস্ক সৌগত রায়কে এই নামেই জানে সংসদ। সাদা ধুতি পাঞ্জাবি পরা সৌগতবাবু রমণীমোহনও। নারী শক্তি অধিনিয়ম সংসদে পাশ হওয়ার অনেক আগে থেকেই নারী প্রশস্তিতে দরাজ! সংসদে কঙ্গনা রানাউত তাঁর সঙ্গে বিরতিতে কফি পান করেন; কানিমোঝি, সুপ্রিয়া সুলে, মহুয়া মৈত্র, জুন মাল্য, শতাব্দী রায়রা অধিবেশন একঘেয়ে হয়ে গেলে সৌগতবাবুর সঙ্গে গল্প জমান। তাঁর জ্ঞানের ভান্ডার এবং রসবোধ— একে অন্যের সঙ্গে পাল্লা দেয়। সৌগতবাবু অসুস্থতার কারণে বর্ষাকালীন অধিবেশনে অনুপস্থিত। মন ভাল নেই বামাকুলের। সুপ্রিয়া সুলে এক্স হ্যান্ডলে লিখলেন, “সংসদে আপনার স্বর মিস করছি। অধ্যাপক সৌগত রায় (গুগল আঙ্কল) আপনার দ্রুত আরোগ্য কামনা করি।”
সুখস্মৃতি: যোগেন চৌধুরী, সুপ্রিয়া সুলে ও অন্যদের সঙ্গে সৌগত রায়। ছবি: এক্স।
প্রিয়ঙ্কার নতুন বাংলো
মামলা-মকদ্দমার জেরে কিছু সময়ের জন্য সাংসদ পদ চলে যাওয়ায় রাহুল গান্ধীকে তাঁর বহু দিনের ঠিকানা তুঘলক লেনের সরকারি বাংলো ছাড়তে হয়েছিল। নতুন করে রায়বরেলী থেকে জিতে এসে লোকসভার বিরোধী দলনেতার জন্য সুনেহরি বাগ রোডে নতুন বাংলো বরাদ্দ হয়েছে। এ বার প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জন্যও তাঁর পুরনো পাড়া লোদি এস্টেটে বাংলো বরাদ্দ হয়েছে। কেরলের নতুন সাংসদ অতীতে দীর্ঘ দিন এই লোদি এস্টেটের বাংলোয় থাকতেন। এসপিজি নিরাপত্তার জন্য সেই বাংলোটি তাঁর জন্য বরাদ্দ হয়েছিল। মোদী জমানায় তাঁর এসপিজি নিরাপত্তা কেড়ে নেওয়া হয়। ফলে বাংলোও হাতছাড়া। কিছু দিন গুরুগ্রামে থেকে এখন খান মার্কেটের কাছে সুজন সিংহ পার্কের বাড়িতে থাকেন প্রিয়ঙ্কা। লোদি এস্টেটের বাংলোয় এত দিন দিল্লিতে শরদ পওয়ারের এনসিপি-র দফতর ছিল। শরদ পওয়ার ও তাঁর কন্যা সুপ্রিয়া সুলে প্রিয়ঙ্কার কথা ভেবে দ্রুত দলের অফিস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।
বাঙালিয়ানার পরীক্ষা
দেশ জুড়ে বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদে সাংসদদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, চলো বাংলা মতে! অধিবেশনের দুই কক্ষেই বক্তৃতা দিতে হবে বাংলায়। পার্ক সার্কাসে বড় হওয়া ডেরেক ও’ব্রায়েন বাংলার সাংবাদিকদের সঙ্গে ভাষা ঝালিয়ে নিচ্ছেন, যদিও তিনি ইংরেজিতেই স্বচ্ছন্দ। এখনও বাংলায় বক্তৃতার আস্থা অর্জন করতে পারেননি; তবে অধ্যবসায় বলছে, পারবেন শীঘ্রই। প্রবাসী বাঙালি সাংসদ সাগরিকা ঘোষের সঙ্গে কথোপকথনে তেমনই মালুম। বাংলা বলায় লক্ষণীয় উন্নতি সাগরিকার, ‘অপারেশন সিঁদুর’ বক্তৃতায় প্রধানমন্ত্রীকে আক্রমণও করেছেন বাংলায়। সম্প্রতি ডেরেককে প্রশ্ন করেন, তিনি কোন বোর্ড: সিবিএসই না আইসিএসই? ডেরেকের গর্বিত জবাব, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। সাগরিকা স্তম্ভিত!
ক্ষুব্ধ: সংসদে জয়া বচ্চন।
রাগপ্রধান জয়া বচ্চন
খুব সহজেই চটে যাওয়ার ক্ষেত্রে সুনাম আছে জয়া বচ্চনের। মুম্বইয়ের ছবিশিকারিরা প্রায়ই তাঁর ধমক খেয়ে থাকেন। সেই ধমক আসলে কপট রাগ কি না— চুলচেরা বিচারও চলে। কারণ সংসদে তাঁর ব্যাগ থেকে অন্যান্য সাংসদদের জন্য নারকেলের নাড়ু থেকে চকলেট বার হতে থাকে। জয়া ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাজ্যসভায় বিতর্কে প্রশ্ন তুললেন নামকরণ নিয়ে। সিঁদুর কেন? বিজেপির সাংসদদের পাল্টা খোঁচা শুরু হল। জয়া চটে উঠে বললেন, তিনি কাউকে বক্তৃতার সময় বিরক্ত করেন না। সাংসদ বলে নয়। কোনও মানুষকেই কথা বলার সময় বিরক্ত করেন না। পাশে বসে মুম্বইয়ের প্রিয়ঙ্কা চতুর্বেদী, শিবসেনা উদ্ধবের সাংসদ, তাঁকে শান্ত করার চেষ্টা করেও এক ধমক খেলেন। জয়া সপাটে বলে দিলেন— “প্রিয়ঙ্কা, আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না!”
আলেকজ়ান্ডারবধ কাব্য
মোদী জমানায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বই বদলে ফেলা হচ্ছে বলে বিরোধীদের পুরনো অভিযোগ। তার জন্য আরএসএস-এর আস্থাভাজনদের ইতিহাস গবেষণা সংক্রান্ত নানা প্রতিষ্ঠানেও দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদে এক নতুন ইতিহাসের গল্প শোনালেন দিল্লি পুরসভার পোড়খাওয়া নেত্রী, পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ কমলজিৎ সেহরাওয়াত। লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ আলোচনায় তাঁর দাবি, পুরু আলেকজ়ান্ডারকে ১৮ বার যুদ্ধে হারিয়েছিলেন। আলেকজ়ান্ডার ক্ষমা চাওয়ার পরে পুরু তাঁকে মুক্তি দেন! শুনে সংসদের সকলেই স্তম্ভিত। হয়তো পুরু ও আলেকজ়ান্ডারও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)