Advertisement
E-Paper

প্রশ্ন ফাঁস থেকে যোগীর রামমূর্তি, সঙ্গে আরও খবর

প্রশ্ন ফাঁস থেকে আদিত্যনাথের রামমূর্তি গড়া। মেদিনীপুরের জঙ্গলে বাঘের দেখা থেকে দিশার শেষ কাজ। সারাদিন যা খবর মিস হয়ে গিয়েছে তা একসঙ্গে পেতে ক্লিক করুন এখানে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৮:৪২

পরীক্ষা শুরু হয়েছিল সকাল সাড়ে ১০টায়। তার আগে রাত ১টা ৪০ মিনিটে সিবিএসই কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ফাঁস হওয়ার প্রমাণ-সহ ই-মেল পৌঁছয় বলে জানা গিয়েছে। পরীক্ষা শুরুর ৯ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস হওয়ার খবর পেয়েও কেন পরীক্ষা বাতিল করা হল না, প্রশ্ন উঠেছে তা নিয়েই।

অন্যদিকে গরিব মানুষের দুঃখ-যন্ত্রণা লাঘবের জন্য যে টাকা ব্যবহার করার কথা ছিল, সেই টাকায় অযোধ্যায় সরযূ নদীর তীরে পেল্লায় রামমূর্তি গড়বেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পিছিয়ে নেই সোশ্যাল মিডিয়াও।

এ দিকে, বাঘের আনাগোনা চলছেই মেদিনীপুরে। কখনও গর্জন শোনা যাচ্ছে আবার কখনও মানুষকে আহত করে পালাচ্ছে সে। বিনোদন জগতে অবশ্য নতুন সিনেমার মুক্তিতেও শোকের ছায়া।  মাত্র ২৩ বছরে শেষ হয়ে গিয়েছিল এক উজ্জ্বল সম্ভবনা। নাম দিশা গঙ্গোপাধ্যায়। মৃত্যুর তিন বছর পর শুক্রবার মুক্তি পেল দিশার শেষ ছবি ‘ধারাস্নান’।

এ দিকে, বাঘের আনাগোনা চলছেই মেদিনীপুরে। কখনও গর্জন শোনা যাচ্ছে আবার কখনও মানুষকে আহত করে পালাচ্ছে সে। বিনোদন জগতে অবশ্য নতুন সিনেমার মুক্তিতেও শোকের ছায়া। মাত্র ২৩ বছরে শেষ হয়ে গিয়েছিল এক উজ্জ্বল সম্ভবনা। নাম দিশা গঙ্গোপাধ্যায়। মৃত্যুর তিন বছর পর শুক্রবার মুক্তি পেল দিশার শেষ ছবি ‘ধারাস্নান’।

আজ সারাদিন কী কী ঘটল খবরের দুনিয়ায়?

• যোগীর রাজ্যে গরিবদের জন্য বরাদ্দ টাকায় রামের মূর্তি

টাকা খরচ হওয়ার কথা গরিব মানুষের দুঃখ-যন্ত্রণা লাঘবের জন্য। কিন্তু সেই টাকায় অযোধ্যায় সরযূ নদীর তীরে পেল্লায় রামমূর্তি গড়বেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন

• বিহারে দাঙ্গা: বিজেপিকে কড়া বার্তা দিল নীতীশের দল

রাজ্যজুড়ে সাম্প্রদায়িক হিংসায় বেহাল আইনশৃঙ্খলার জেরে কংগ্রেস, আরজেডি- দু’দিক থেকেই কড়া সমালোচনার তিরের মুখে নীতীশ কুমার।কংগ্রেস বলেছে, ‘‘একেবারেই অসহায় হয়ে পড়েছেন নীতীশ।’’ বিস্তারিত পড়তে ক্লিক করুন

• মৃত্যুর তিন বছর পর মুক্তি পেল এই টলিউড অভিনেত্রীর শেষ ছবি

২০১৫। অস্বাভাবিক মৃত্যু হয়েছিল অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের। মাত্র ২৩ বছরে শেষ হয়ে গিয়েছিল এক উজ্জ্বল সম্ভবনা। মৃত্যুর তিন বছর পর শুক্রবার মুক্তি পেল দিশার শেষ কাজ। ‘ধারাস্নান’। বিস্তারিত পড়তে ক্লিক করুন

• মেদিনীপুরের জঙ্গলে ‘জাল ছিঁড়ে পালাল’ বাঘ!

‘মোস্ট ওয়ান্টেড’ রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে শুক্রবার সকাল থেকে ফের টানটান উত্তেজনা মেদিনীপুরের জঙ্গলমহলে। সকাল থেকে কখনও রব উঠল— বাঘ দেখা গিয়েছে, কখনও বা শোনা গেল— বাঘ ধরাই পড়ে গিয়েছে। দিনভর ছড়াল নানান ‘খবর’। বিস্তারিত পড়তে ক্লিক করুন

• প্রশ্ন ফাঁসের কথা অনেক আগেই জানত বোর্ড, বলছে এফআইআর

দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা শুরুর প্রায় ৯ ঘণ্টা আগেই সিবিএসই কর্তৃপক্ষ জানতে পেরেছিল, ফাঁস হয়ে গিয়েছে প্রশ্ন। তেমনই লেখা হয়েছে এফআইআর-এ। ২৮ মার্চ সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন

• আচার্য হিসেবে এই প্রথম বিশ্বভারতীতে মোদী

মে মাসের তৃতীয় সপ্তাহে শান্তিনিকেতনে যেতে পারেন বিশ্বভারতীর ‘আচার্য’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে যাবেন তিনি। গত কাল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র, বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেনকে এ কথা জানিয়েছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন

• চব্বিশেই সরপঞ্চ এমবিবিএসের এই ছাত্রী!

এমবিবিএস হতে বাকি এক বছর। তার আগে, মাত্র ২৪ বছর বয়সে রাজস্থানের ভরতপুরের জেলার মেবাটে সরপঞ্চ হয়ে হইচই ফেলে দিয়েছেন শাহনাজ খান। আট বছর আগে তাঁর রাজ্যেই জয়পুরের সোডা গ্রামে সরপঞ্চ হয়েছিলেন এমবিএ ছবি রাজাবত। তবে ছবির চেয়েও কম বয়সে সরপঞ্চ হলেন শাহনাজ। বিস্তারিত পড়তে ক্লিক করুন

• ‘দেল পিয়েরো, ফোরলানরা এক চুলও এগতে পারেননি ভারতীয় ফুটবলকে’

আড়াই দশক পর কলকাতায় ফিরে এখনও সেই আগের মতোই সচ্ছল নাইজেরীয় বিশ্বকাপার এমেকা ইজোগু। খেলোয়াড় জীবনে কলকাতায় কাটানো বছরগুলি যেন এখনও চোখের সামনে ভাসে এই বিশ্বকাপারের। বিস্তারিত পড়তে ক্লিক করুন

Evening News Wrap Video Yogi Adityanath Disha Ganguly CBSE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy