Advertisement
E-Paper

সরষের মধ্যে যদি ভূত থাকে, তবে তৈরি আছে ওঝাও

যাঁদের ওপর অপর্যাপ্ত বিশ্বাস অগণিত মানুষের, তাঁরাই হেলাফেলা করছিলেন তাঁদের প্রাথমিক কর্তব্য নিয়েই।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০০:১৫
ফাইল চিত্র

ফাইল চিত্র

সরষের মধ্যেই যদি ভূত থাকে, তবে তা ছাড়ানোর জন্য বিশেষ ওঝারই দরকার হয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই ওঝার কাজটাই করলেন। দুঃখের বিষয় একটাই, বিধানসভার মান্যগণ্য সদস্য যাঁরা, যাঁদের ওপর অপর্যাপ্ত বিশ্বাস অগণিত মানুষের, তাঁরাই হেলাফেলা করছিলেন তাঁদের প্রাথমিক কর্তব্য নিয়েই।

সরকারি কাজকর্ম ঠিক মতো হচ্ছে কি না তা দেখার জন্য নির্দিষ্ট কিছু ব্যবস্থা নিয়েছিলেন সংবিধান প্রণেতারা। আইনসভায় সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের নিয়ে তৈরি বিভিন্ন কমিটি সেই কাজকর্মের দেখভাল করবে, ভুল ত্রুটি তুলে ধরবে এবং যথোপযুক্ত সংশোধনের সুপারিশ করবে, এহেন বিরাট যে ভাবনা, বস্তুত তারই উপর দাঁড়িয়ে আছে আমাদের গণতন্ত্রের ভিত্তি। কাগজে-কলমে যতটা লেখা সম্ভব, বাস্তবে যদি তাতে কিছু বিচ্যুতিও হয়, তাতেও সামগ্রিক ব্যবস্থা সুদৃঢ় প্রাকারে নিরাপদেই থাকবে, এমনটাই অন্তত আমরা বিশ্বাস করে থাকি। পশ্চিমবঙ্গে যে ছবি দেখা গেল, তা নিঃসন্দেহে এই বিশ্বাসে চিড় ধরাতে সক্ষম। এ রাজ্যের বিধানসভায় বিভিন্ন কমিটির সদস্যরা তাঁদের পূর্বনির্ধারিত বৈঠকে যথাসময়ে আসছেন না অথবা অনেক দেরিতে এসে প্রাপ্য দাবি করছেন এই অভিযোগ সম্প্রতি স্পিকারের কানে আসছিল। বুধবার আচমকাই কয়েকটি বৈঠক কক্ষে উপস্থিত হন স্পিকার এবং দেখেন, যা রটছে বস্তুত তার অনেকটাই ঘটছেও। সদস্যরা অনুপস্থিত অথবা অনেকের উপস্থিতি অনেকটাই বিলম্বিত। ভর্ৎসনা করেছেন স্পিকার, শোধনের পরামর্শ দিয়েছেন। সঙ্গত সেই ভর্ৎসনা, সঙ্গত সেই পরামর্শ। মানুষের জন্য সরকারের যে কাজ, সে কাজের ভালমন্দের বিচার মানুষেরই নির্বাচিত প্রতিনিধির উপর। সেখানে ন্যূনতম ঢিলেমি অথবা দায়সারা মনোভাব আসলে যে গোটা ব্যবস্থা তথা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক, সে সম্পর্কে ওয়াকিবহাল বলেই স্পিকার এতখানি উদ্বিগ্ন।

আইনসভার প্রতিনিধিদের মনে রাখা দরকার বহু প্রত্যাশা নিয়েই তাঁদের নির্বাচন করে থাকেন সাধারণ মানুষ। তাঁদের ভালমন্দের দায় এই প্রতিনিধিদের উপর চাপিয়ে নিশ্চিন্ত থাকতে চান। আচমকা সমস্ত বিশ্বাসের ভিত যদি টলে যায়, যদি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় প্রতিভাত হয় আমআদমির সামনে, তা শুভ হয় না কারও জন্যেই। না প্রতিনিধি, না আমজনতা।

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

সরষের মধ্যেই যে ভূতেরা বাস করে, তাদের জানা দরকার এই দেশ জন্ম দিয়েছে আরও অনেক বড় ওঝার। ইতিহাস সাক্ষী, সেই ওঝার নাম জনতা।

আরও পড়ুন: কমিটির বৈঠকে না এসেই হাজিরা খাতায় সই! অনিয়ম ধরলেন স্পিকার

West Bengal Legislative Assembly Kolkata বিধানসভা Newsletter Anjan Bandyopadhyay অঞ্জন বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy